বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তালেবানের পুনরুত্থানে রাষ্ট্রীয় নিরাপত্তা চ্যালেঞ্জে: জব্বার

  •    
  • ২৮ সেপ্টেম্বর, ২০২১ ২১:৪৩

মোস্তাফা জব্বার বলেন, ‘আফগানিস্তানে তালেবানের ক্ষমতাদখল আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। পাকিস্তান তালেবানদের সমর্থন করে। পাকিস্তান অনবরত জঙ্গি রপ্তানি করে আফগানিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে।’

অনলাইনে জঙ্গিবাদী বিভিন্ন অপরাধের বিস্তার ঘটছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তালেবানের পুনরুত্থান আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক প্রচারের ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মের বিকল্প নেই, আবার জঙ্গিবাদী বিভিন্ন অপরাধের বিস্তার ঘটছে এসব প্ল্যাটফর্মে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের চ্যালেঞ্জ সবচেয়ে বেশি।

মঙ্গলবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আইটি সেল-এর উদ্যোগে আয়োজিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে তালেবানের পুনরুত্থান: তরুণ সমাজের করণীয়’ শীর্ষক ওয়েবিনারে তিনি এ কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, ‘আফগানিস্তানে তালেবানের ক্ষমতাদখল আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। পাকিস্তান তালেবানদের সমর্থন করে। পাকিস্তান অনবরত জঙ্গি রপ্তানি করে আফগানিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে।’

তালেবানের পুনরুত্থান বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, ‘সামগ্রিক বিবেচনায় ভবিষ্যতে সবচেয়ে বিপদগ্রস্ত দেশ হবে আমাদের বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তালেবানের পুনরুত্থান বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য চ্যালেঞ্জিং বিষয়। রাষ্ট্রীয়ভাবে ও রাজনৈতিকভাবে অনলাইনের এই তালেবানি শক্তির কঠোর মোকাবিলা করা না হলে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।’

‘সামাজিক যোগাযোগ মাধ্যমে তালেবানের পুনরুত্থান: তরুণ সমাজের করণীয়’ শীর্ষক ওয়েবিনারে অতিথিরা।

নির্মূল কমিটির সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, ‘আফগানিস্তানে সন্ত্রাসী তালেবানের তথাকথিত বিজয় বাংলাদেশে সমচরিত্রের দল ও সংগঠনগুলোকে পুনর্গঠিত হওয়ার যে সুযোগ তৈরি করেছে- এখনই যদি তা কার্যকরভাবে মোকাবিলা করা না হয় ভবিষ্যতে দেশ ও জাতির জন্য সমূহ বিপর্যয় আমরা আশঙ্কা করছি।’

তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামের নামে জঙ্গি মৌলবাদী সন্ত্রাসের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার ধারক তরুণ অনলাইন অ্যাক্টিভিস্টরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের প্রচার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিভিন্নভাবে বাধা ও হয়রানির শিকার হচ্ছেন।’

সভাপতির বক্তব্যে নির্মূল কমিটির আইটি সেলের সভাপতি আসিফ মুনীর তন্ময় বলেন, ‘আফগানিস্তানে উগ্রবাদী তালেবানের উদারপন্থি মুখোশ খুলে পড়েছে এবং সেই সঙ্গে তাদের মতাদর্শে বিশ্বাসীদের আস্ফালন বেড়ে গেছে।’

অনলাইন অ্যাক্টিভিস্ট অমি রহমান পিয়াল বলেন, ‘ধর্মের নামে শোষিত এবং শাসিত হওয়ার বাসনা থাকলে একাত্তরে মুক্তিযুদ্ধই হতো না। এই বাংলাদেশ তাদের উপযোগী নয়- যুগ যুগ ধরেই টের পাচ্ছে এরা। আগামীতেও পাবে। এখন শুধু প্রয়োজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের যুথবদ্ধতা।’

অনলাইন অ্যাক্টিভিস্ট লীনা পারভীন বলেন, ‘অনলাইনে তালেবানপন্থিদের জন্য কোনো বাধা নাই কিন্তু তালেবান বা মৌলবাদবিরোধী কোনো পোস্ট দিলেই সেটাকে কমিউনিটি স্ট্যান্ডার্ডের নামে ব্যান বা ব্লক করে দিচ্ছে।’

নির্মূল কমিটির বহুভাষিক সাময়িকী ‘জাগরণ’-এর যুগ্ম সম্পাদক অনলাইন অ্যাক্টিভিস্ট মারুফ রসুল বলেন, ‘আফগানিস্তানে তালেবানের পুনরুত্থান দক্ষিণ এশিয়ার অন্যতম এক সংকটে পরিণত হয়েছে।’

সভায় বক্তব্য প্রদান করেন নির্মূল কমিটির নিউইয়র্ক শাখার সাধারণ সম্পাদক মানবাধিকার কর্মী স্বীকৃতি বড়ুয়া, গণজাগরণ মঞ্চের সংগঠক অনলাইন অ্যাক্টিভিস্ট আজম খান, নির্মূল কমিটির বগুড়া জেলার সাংগঠনিক সম্পাদক সমাজকর্মী রাশেদুল ইসলাম, নির্মূল কমিটির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সমাজকর্মী মতিউর রহমান মর্তুজা, কলকাতার আইনজীবী সালমান আখতারসহ আরও অনেকে।

এ বিভাগের আরো খবর