বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ৯ বছর আগে করা গাড়ি ভাঙচুরের এক মামলায় অভিযোগ গঠন আবার পিছিয়েছে।
আগামী ২২ ফেব্রুয়ারি পরবর্তী হাজিরার তারিখ দিয়েছেন বিচারক।
২০১২ সালের ৯ ডিসেম্বর এই মামলায় মঙ্গলবার বিএনপি মহাসচিব অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জেল হোসেনের আদালতে হাজিরা দেন। এদিন এই মামলার অভিযোগ গঠনের শুনানি ছিল। কিন্তু পুলিশের ব্যর্থতায় তা হয়নি।
এই মামলার আসামিদের মধ্যে আছেন স্বেচ্ছাসেবক দলের প্রয়াত নেতা শফিউল বারী বাবুও। আদালত তার মৃত্যু প্রতিবেদন তলব করলেও পুলিশ তা দিতে পারেনি। তাই অভিযোগ গঠন না করে নতুন তারিখ দেন বিচারক।
মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ নিউজবাংলাকে জানান, ২০১২ সালের মামলায় পুলিশ ২০১৭ সালে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এতে বিএনপি মহাসচিব ছাড়াও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ মোট ৯ জনকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকা সিটি করিপোরেশনের ময়লাবাহী গাড়ির চালক মো. আয়নাল ও তার সহকারীকে মারধর করে গাড়ি ভাঙচুর করা হয়।
সে সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি আন্দোলনে ছিল এবং ঘটনার দিন তাদের একটি কর্মসূচি ছিল।
মামলায় বলা হয়, এই গাড়ি ভাঙচুর করার ঘটনায় মির্জা ফখরুল, রিজভীসহ বিএনপির দুই থেকে আড়াই শ নেতা-কর্মী জড়িত ছিলেন।
গাড়িচালক মো. আয়নাল মামলাটি করেন।
তদন্তের পর ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের মতিঝিলের অঞ্চলের উপপরিদর্শক আনোয়ার হোসেন খান মির্জা ফখরুলসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
অন্য আসামিরা হলেন আজিজুল বারী হেলাল, সাইফুল ইসলাম নীবর, কাজী রেজাউল হক বাবু ওরফে জিম বাবু, খন্দকার এনামুল হক, মোয়াজ্জেম হোসেন বাবু এবং জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ।