সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য ও আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ অর্থ অর্জনের অভিযোগে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ও তার স্ত্রী কারুন্নাহারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একই অভিযোগে পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানের স্ত্রী রুপালী খাতুনের বিরুদ্ধে আলাদা মামলা করা হয়েছে।
দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপসহকারী পরিচালক নীল কমল পাল মঙ্গলবার দুপুরে মামলা দুটি করেন।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া।
মামলায় বলা হয়, দুদকে জমা দেয়া সম্পদ বিবরণীতে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ৩৬ লাখ ২ হাজার ৬৪১ টাকা সম্পদের মিথ্যা তথ্য দিয়েছেন। জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫২ লাখ ১৯ হাজার ৫৭৩ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধ করেছেন তিনি। অন্যদিকে তার স্ত্রী কামরুন্নাহার স্বামীর অবৈধ অর্থকে বৈধ করার কাজে সহায়তা করেছেন।
অন্যদিকে পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানের স্ত্রী রুপালী খাতুন তার জমা দেয়া সম্পদ বিবরণীতে ৫২ লাখ ৭৩ হাজার ১৯৩ টাকার মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭২ লাখ ৩২ হাজার ২৪৮ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধ করেছেন।
আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে বলে জানান দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপপরিচালক মো. জাকারিয়া।
তিনি বলেন, ‘মামলার অভিযোগের বিষয়ে পূর্ণ তদন্ত হবে। তদন্তে প্রমাণ হলে আদালতের মাধ্যমে আসামিদের গ্রেপ্তারের ব্যবস্থা নেয়া হবে।’