আওয়ামী লীগের যেসব জনপ্রতিনিধি অপকর্মে জড়িত তারা, আগামী নির্বাচনে দলের মনোনয়ন পাবেন না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক আলোচনায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘যেসব জনপ্রতিনিধি বিভিন্ন নির্বাচনে বিদ্রোহীদের মদদ দিচ্ছেন, যারা অপকর্ম করছেন, চাঁদাবাজি, দখলবাজি,ভুমি দখল, মাদক ব্যবসা- এসবের সঙ্গে যারা জড়িত আছে, আমি পরিষ্কার বলে দিতে চাই, আগামী নির্বাচনে অপকর্মের সঙ্গে জড়িত কেউ আওয়ামী লীগের টিকিট পাবেন না।’
‘সংশোধন হয়ে যান। কে কী করেন, সবার তালিকা শেখ হাসিনার কাছে আছে। শেখ হাসিনাকে ফাঁকি দিতে পারবেন না।’
আগামী নির্বাচনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীদের আজকে নেত্রীর জন্মদিনে শপথ নিতে বলব। আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে একটি সুশৃঙ্খল, আধুনিক,স্মার্ট দল হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে যেতে চাই।
‘আগামী নির্বাচনে বিজয়ের জন্য আমি নেতা-কর্মীদের নিজের মধ্যে ছোট ছোট বিভেদ, কলহ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’
দলীয় নেতা-কর্মীদের তিনি বলেন, ‘দল করবেন, দলের নিয়ম মানতে হবে। দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। শৃঙ্খলার ব্যাপারে নেত্রীর অবস্থান অত্যন্ত দৃঢ়। নেতারা আছেন, সারা দেশের বিভাগীয় দায়িত্বে। আজকে যত বিভাগ আছে, সব বিভাগে নতুন করে সম্মেলন, মেয়াদউত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন করে আমরা নতুন নেতৃত্ব আনব।
‘দল ভারী করার জন্য পকেট কমিটি বানাতে পারবেন না। বসন্তের কোকিলদের নিয়ে দল ভারী করবেন, শেখ হাসিনা এই আওয়ামী লীগ চান না। দুঃসময়ের কর্মী, ত্যাগী কর্মীদের নিয়ে দলকে সাজাতে হবে।’
আলোচনায় সভাপতিত্ব করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খান, মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।