প্রথমবারের মতো সৈয়দপুর থেকে কক্সবাজারে ফ্লাইট শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ৭ অক্টোবর থেকে রুটটিতে ফ্লাইট শুরু হবে।
বিমানের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে কক্সবাজারে ছেড়ে যাবে বিমানের ফ্লাইট বিজি ৫৯২। আর ৯ অক্টোবর থেকে প্রতি শনিবার বেলা ১টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে বিমানের ফ্লাইট বিজি৫৩৮ সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যাবে।
বিমানের যাত্রীরা সংস্থার সেলস অফিস ও বিমান কল সেন্টার বা অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ রুটের টিকিট কিনতে পারবেন।
পাশাপাশি যাত্রীরা সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর শহর এবং রংপুর ও দিনাজপুর শহর থেকে সৈয়দপুর বিমানবন্দর পর্যন্ত বিনা মূল্যে এসি কোচ সার্ভিসও পাবেন।
রংপুর শহরের পর্যটন মোটেল এবং দিনাজপুর জেলার প্রেস ক্লাব ও কালীতলা এলাকা থেকে এই সার্ভিস নিতে পারবেন।
বিনা মূল্যে কোচ সার্ভিস পেতে হলে যাত্রীদের ফ্লাইটের অন্তত দুই ঘণ্টা আগে পিকআপ পয়েন্টে থাকতে হবে বলে জানিয়েছে বিমান।