বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কর্মীর ছুরিতে আহত ছাত্রলীগ নেতা

  •    
  • ২৮ সেপ্টেম্বর, ২০২১ ২০:৩৯

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত তিন-চারজনের নাম জানা গেছে। তারা ছাত্রলীগের কর্মী। এদের একজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও আছে। আমরা তাদের ধরার চেষ্টা করছি।’

রাজশাহী নগরে ছুরিকাঘাতে আহত হয়েছেন মহানগর ছাত্রলীগের এক নেতা।

পুলিশ বলছে, হামলাকারীরা মহানগর ছাত্রলীগের কর্মী।

নগরীর ভদ্রা এলাকায় মঙ্গলবার বেলা ২টার দিকে ওই নেতার ওপর হামলা হয়।

নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন।

আহত নেতার নাম মেহেদী হাসান রিমেল ওরফে রিগ্যান। তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কর্মসূচিতে অংশ নিতে নেতা-কর্মীরা সকালে নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আসেন।

এ সময় কয়েকজনের সঙ্গে মেহেদীর কথা-কাটাকাটি হয়। কর্মসূচি শেষে ফেরার পথে ভদ্রা এলাকায় মেহেদীর ওপর হামলা হয়। তার পেটে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেন।

ওসি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত তিন-চারজনের নাম জানা গেছে। তারা ছাত্রলীগের কর্মী। এদের একজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও আছে। আমরা তাদের ধরার চেষ্টা করছি।’

তবে এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম বলেন, ‘ঘটনাটা দুঃখজনক। মেহেদীর সঙ্গে এক কর্মীর পূর্বশত্রুতার জেরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সকালেই এটা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল, বিষয়টা স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানেন। এটি নিয়ে বসে সমাধানের কথা চলছিল। এর মধ্যেই হামলার ঘটনা ঘটল।

তিনি আরও বলেন, ‘আমরা খোঁজ নিচ্ছি। যারা দোষী তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কারণ এ ঘটনায় সংগঠনের সুনাম নষ্ট হয়েছে।’

এ বিভাগের আরো খবর