প্রতারণার অভিযোগে রাজধানীর তুরাগ এলাকা থেকে পির হিসেবে পরিচয় দানকারী আব্দুল মুত্তালিব চিশতিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। পুলিশ জানায়, তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দুটি মামলা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ডিবি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে মাস্টাররোলে চাকরি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাহি পদে নিয়োগ দিবেন বলে প্রতারনা করেছেন। এ রকম ছয়টি ঘটনার অভিযোগে একটি মামলা হয়েছে খিলগাঁও থানায়, আরেকটি ভাটারা থানায়। নেত্রকোনার আরেক জনকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে নৌকা প্রতীক পাইয়ে দেয়ার কথা বলে ১২ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন তিনি। এ ছাড়া তার বিরুদ্ধে অনেক অভিযোগ।’
তিনি আরও বলেন, ‘মুত্তালিবের ঘরে দুই স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। তার অসংখ্য মুরিদ আছে। অথচ তিনি দুটি সমকামিতার ওয়েবপেজ পরিচালনা করেন। ওই পেজের মাধ্যমে শতাধিক ছেলেবন্ধু বানিয়েছেন তিনি। তাদের সঙ্গে অস্বাভাবিক ও বিকৃত যৌনাচারে লিপ্ত হতেন। তার ম্যাসেঞ্জারে উল্টাপাল্টা জিনিসের অভাব নাই।
‘তার বিরুদ্ধে ইতোমধ্যে দুটি মামলা হয়েছে। তিনি ওরসের নামে ভাটারা এলাকার এক ভাড়া বাসায় হই-হুল্লোড় করতেন। ওই বাড়িওয়ালার বাসা ভাড়া পরিশোধ করেন নাই কয়েক মাসের।’
মশিউর রহমান বলেন, ‘মন্ত্রণালয়ে ঘুরে মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে ছবি তুলতেন তিনি। একই সঙ্গে তিনি বিভিন্ন জেলা ও উপজেলায় ঘুরে বয়ান করতেন। অনেকেই তার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নম্বর নিয়ে রাখতেন। কোনো ভক্ত তাকে ফোন করলে, সুযোগ বুঝে শুরু করতেন প্রতারণা।’