বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘৫ হাজার অপরাধ ঘটার আগেই সমাধান’

  •    
  • ২৮ সেপ্টেম্বর, ২০২১ ১৯:৫৬

বরিশাল মহানগর পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, বরিশালে ৫ হাজার ১৩৩টি অপরাধ সংঘটিত হওয়ার আগেই সমাধান করা হয়েছে। এ সময়ে বরিশাল মহানগর এলাকার থানাগুলোয় ৮৩৩টি মামলা হয়েছে।

ছয় মাসে বরিশালে ৫ হাজার ১৩৩টি অপরাধ সংঘটিত হওয়ার শুরুর আগেই সমাধান করা হয়েছে। এর মধ্যে ৯৯৯ সার্ভিসের মাধ্যমে ১ হাজার ৩০০টি, বিট পুলিশিংয়ের মাধ্যমে ১ হাজার ৩৬ এবং থানায় মামলা বা জিডির বাইরে ৩ হাজার ৩২টি।

বরিশাল মহানগর পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান এসব তথ্য জানিয়েছেন।

বরিশাল সার্কিট হাউসে মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তথ্য পাওয়ার অধিকার সবার জন্য। যথাযথ প্রচার ও চর্চা না থাকায় তথ্য পাওয়ার অধিকার এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।

তিনি আরও বলেন, শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই তথ্য সরবরাহ করবে এমনটা নয়, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, গণমাধ্যম এমনকি ব্যক্তিগত পর্যায়েও আইনিভাবে তথ্য চাহিবামাত্র সরবরাহ করা উচিত।

পুলিশ কমিশনার বলেন, গত ছয় মাসে বরিশাল মহানগর এলাকার সব থানায় ৮৩৩টি মামলা হয়েছে। এসব মামলাসংক্রান্ত পুলিশের কার্যক্রম বিবেচনা করেই জনগণ পুলিশকে মূল্যায়ন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রাজ্জাক, সিভিল সার্জন মনোয়ার হোসেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক।

এ বিভাগের আরো খবর