বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওয়ালটনের কোয়াড রিয়ার ক্যামেরার স্মার্টফোন

  •    
  • ২৮ সেপ্টেম্বর, ২০২১ ১৮:২৪

ফোনটির দাম ১৬ হাজার ৯৯৯ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ওয়ালটনের নিজস্ব অনলাইন শপ ই-প্লাজা থেকে ফোনটি কেনা যাবে।

মিড রেঞ্জের ক্রেতাদের জন্য বাজারে ‘প্রিমো আরএক্স৯’ মডেলের আরেকটি স্মার্টফোন এনেছে ওয়ালটন।

ফোনটিতে দেয়া হয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা, ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, শক্তিশালী র‌্যাম-রম, ব্যাটারিসহ আকর্ষণীয় সব ফিচার।

ওয়ালটন মোবাইলের মার্কেটিং ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, ফোনটিতে রয়েছে ২০:৯ অ্যাসপেক্ট রেশিওর ৬.৫৫ ইঞ্চির এইচডিপ্লাস আই নচ এলটিপিএস ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ১৬০০ বাই ৭২০ পিক্সেল।

অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের ফোনটিতে রয়েছে ২.০ গিগাহার্জ গতির হেলিও জি-সিরিজ অক্টাকোর প্রসেসর, ভিআর জিই৮৩২০। এরসঙ্গে ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যামে মিলবে দারুণ গতি। ফোনটিতে ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দেয়া হয়েছে, যা বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত।

ফোনের পেছনে রয়েছে পিডিএফ প্রযুক্তির এআই কোয়াড ক্যামেরার প্রধান সেন্সরটি ১৬ মেগাপিক্সেলের। যার অ্যাপারচার এফ/২.০। পাশাপাশি রয়েছে ৫ মেগাপিক্সেলের ১২০ ডিগ্রি পর্যন্ত ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং আরেকটি ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। পেছনের ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে।

সেলফির জন্য সামনে দেয়া হয়েছে এফ/২.০ অ্যাপারচারের পিডিএএফ প্রযুক্তির ৫পি লেন্সের ২০ মেগাপিক্সেল ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৫০০০ এমএএইচ ব্যাটারি।

অন্য ফিচারের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, ফুল এইচডি ভিডিও প্লেব্যাক, বিল্ট-ইন স্ক্রিন রেকর্ডার, স্মার্ট কন্ট্রোল, সাসপেন্ড বাটন, ডিভাইস থিম, প্রেয়ার টাইমস, ফোরজি ভোল্টি সাপোর্টসহ হাইব্রিড সিম স্লট ইত্যাদি।

ফোনটির দাম ১৬ হাজার ৯৯৯ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ওয়ালটনের নিজস্ব অনলাইন শপ ই-প্লাজা থেকে ফোনটি কেনা যাবে।

স্মার্টফোনে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা থাকছে।

এ বিভাগের আরো খবর