বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘গুলাব’: বঙ্গোপসাগরে ২ ট্রলার ডুবে ১ মৃত্যু

  •    
  • ২৮ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৫৫

ট্রলারমালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘আমরা দুদিন আগেই মাছধরার সব ট্রলারকে নিরপদে আশ্রয় নিতে খবর পাঠিয়েছিলাম। কিছু ট্রলার সুন্দরবন ও লালদিয়া এলাকার খালে আশ্রয় নিয়েছিল। তীরে ফিরে আসার পথে দুটি ট্রলার দুর্ঘটনার শিকার হয়েছে।’

বরগুনায় ঘূর্ণিঝড় ‘গুলাব’-এর প্রভাবে সাগরে দুইটি ট্রলার ডুবির খবর পাওয়া গেছে।

এ ঘটনায় একটি ট্রলারের মালিকের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ট্রলারমালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

তিনি আরও জানান, জীবিত উদ্ধার হয়েছেন ওই ট্রলারের পাঁচ জেলে। তবে, আরেকটি ট্রলারের কাউকে উদ্ধার করা যায়নি। সেখানে কতজন ছিলেন সেটিও নিশ্চিত করা যায়নি।

সুন্দরবনসংলগ্ন দুবলার চর এলাকায় মঙ্গলবার সকাল ৭টার দিকে একটি ট্রলার ডুবির দুর্ঘটনা ঘটে।

মৃত ট্রলার মালিক রুহুল আমিনের বাড়ি পাথরঘাটার চরদুয়ানী এলাকায়।

গোলাম মোস্তফা চৌধুরী নিউজবাংলাকে জানান, মঙ্গলবার সকালে দুবলার চর এলাকায় ঝড়ের কবলে পড়ে ছয় জেলেসহ রুহুল আমিন খানের ট্রলারটি উল্টে যাওয়ার খবর পাওয়া গেছে। আশেপাশে থাকা অন্য ট্রলারগুলো ওই ছয় জেলেকে সাগর থেকে উদ্ধার করে। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

খবর পেয়ে সেখানে যৌথভাবে উদ্ধারে যায় ট্রলারমালিক সমিতি ও কোস্টগার্ডের একটি ট্রলার।

গোলাম মোস্তফা আরও জানান, সুন্দরবন এলাকার কচিখালী এলাকায় মঙ্গলবার দুপুরে জসিম উদ্দিনের মালিকানাধীন আরেকটি ট্রলার ডুবির খবর পাওয়া যায়। ওই ট্রলারে কতজন জেলে ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সেখানেও উদ্ধারকারী ট্রলার পাঠিয়েছে কোস্টগার্ড।

মোস্তফা বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গুলাব চলে যাওয়ার পরও সাগর উত্তাল। আমরা দুদিন আগেই মাছধরার সব ট্রলারকে নিরপদে আশ্রয় নিতে খবর পাঠিয়েছিলাম। অনেকেই নিরাপদে আশ্রয় নিয়েছেন।

‘কিছু ট্রলার সুন্দরবন ও লালদিয়া এলাকার খালে আশ্রয় নিয়েছিল। তীরে ফিরে আসার পথে দুটি ট্রলার দুর্ঘটনার শিকার হয়েছে।’

কোস্টগার্ড পাথরঘাটা ক্যাম্পের স্টেশন কমান্ডার লে. ফাহিম শাহরিয়ার বলেন, ‘দুটি এলাকাতেই আমাদের পক্ষ থেকে জেলেদের উদ্ধারে লোক পাঠানো হয়েছে।’

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে ঘূর্ণিঝড় গুলাব উপকূলীয় এলাকা অতিক্রম করলেও ১ অক্টোবর পর্যন্ত এর প্রভাবে উপকূলে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বরগুনাসহ উপকূলীয় এলাকায় মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টির সঙ্গে মাঝারি বাতাস বইছে।

এ বিভাগের আরো খবর