কুমিল্লায় তিতাস উপজেলায় দক্ষিণ বলরামপুর নয়াবাড়ি এলাকার পাশের একটি ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে।
মৃত কামরুল ইসলামের বয়স ২৬ বছর। সে তিতাস উপজেলার উত্তর বলরামপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।
কামরুলের পরিবার জানায়, সোমবার রাতে কামরুল নয়াবাড়ির আলআমিনের দোকানে যায়। রাত ৯টায় তাকে কল দিলেও রিসিভ করেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে তিতাস থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, কামরুলের মৃগী রোগের সমস্যা ছিল।
তিনি জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ জানতে মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তার ব্যবহার করা মোবাইল পাওয়া গেছে।