বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ইব্রাহীম-তত্ত্ব’: ব্যাখ্যা না পেলে আইনি ব্যবস্থা

  •    
  • ২৮ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৩৭

ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই মুফতি ইব্রাহীম উল্টা-পাল্টা কথা বলে যাচ্ছেন। তিনি প্রথমত করোনা নিয়ে বিভ্রান্তিকর তত্ত্ব ছড়িয়েছেন। এরপর আবার ভ্যাকসিন নিয়েও বলেছেন, ছেলেরা ভ্যাকসিন নিলে মেয়ের কণ্ঠ হয়ে যাবে, আর মেয়েরা ছেলে। তিনি আরো বলেছেন, স্বপ্নের মাধ্যমে তিনি করোনাভাইরাসের সব কিছুই আগে থেকে জানতেন। আমরা তাকে জিজ্ঞেস করছি, তিনি কীভাবে আগে থেকে এত কিছু জানতেন।’

বিভিন্ন সময়ে উসকানিমূলক, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচারের বিষয়ে মুফতি কাজী ইব্রাহীমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসব বিষয়ে সদুত্তর না পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বাহিনীটি।

রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার হারুন অর রশীদ মঙ্গলবার দুপুরে অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই মুফতি ইব্রাহীম উল্টা-পাল্টা কথা বলে যাচ্ছেন। তিনি প্রথমত করোনা নিয়ে বিভ্রান্তিকর তত্ত্ব ছড়িয়েছেন। এরপর আবার ভ্যাকসিন নিয়েও বলেছেন, ছেলেরা ভ্যাকসিন নিলে মেয়ের কণ্ঠ হয়ে যাবে, আর মেয়েরা ছেলে। তিনি আরো বলেছেন, স্বপ্নের মাধ্যমে তিনি করোনাভাইরাসের সব কিছুই আগে থেকে জানতেন। আমরা তাকে জিজ্ঞেস করছি তিনি কীভাবে আগে থেকে এত কিছু জানতেন।’

পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার হারুন আরও বলেন, ‘উনি নানা সময়ে তার বক্তব্যে হিন্দুস্তানি দালালের এজেন্ট বলে অনেককে বোঝাতে চেয়েছেন। আমরা তার কাছে জানতে চাচ্ছি, তিনি কাদের দালাল আর এজেন্ট বলছেন। তারা কীভাবে তার দৃষ্টিতে দালাল হলো, কোন ভূমিকার জন্য তাদের দালাল বলা হচ্ছে, সেটাও আমরা তাকে জিজ্ঞেস করছি।

‘পাশাপাশি নানা সময়ে তিনি যেসব ধর্মীয় উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, অসত্য তথ্য প্রচার করে সাধারণদের বিভ্রান্ত করেছেন- এসব বিষয়েও তাকে প্রশ্ন করা হবে। এসব কারণেই তাকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। তিনি যদি এসবের সন্তোষজনক উত্তর দিতে না পারেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

সোমবার রাত ১টার পর মুফতি ইব্রাহীম তার ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। প্রায় ২০ মিনিটের লাইভে তিনি অভিযোগ করেন, মোহাম্মদপুর জাকির হোসেন রোডে তার বাসায় সন্ত্রাসীরা হামলা করেছে। তিনি আশপাশের সবাইকে সহযোগিতার জন্য এগিয়ে আসতে বলেন।

মঙ্গলবার সকালে ডিবি থেকে জানানো হয়, সোমবার দিবাগত রাত ২টার দিকে ডিবির একটি বিশেষ দল ইব্রাহীমকে মোহাম্মদপুরের বাসা থেকে আটক করেছে।

ফেসবুক লাইভে ইব্রাহীম জানান, দেশের সরকার ও জনগণের কল্যাণে, দেশের স্বাধীনতার জন্য গত দুই জুমার নামাজে খুতবা দিয়েছিলেন তিনি। এরপর থেকে হিন্দুস্তানি রাজাকার ও তাদের এজেন্টরা তার পেছনে লেগেছে। মাঝরাতে বাসায় হামলা করেছে।

সেই লাইভে মুফতি ইব্রাহীম বঙ্গবন্ধুর মতো স্লোগান দিয়ে বলেন, ‘এবারের সংগ্রাম দেশকে স্বাধীন করার সংগ্রাম, এবারের সংগ্রাম দেশকে হিন্দুস্তানি রাজাকারমুক্ত করার সংগ্রাম।

‘দেশের পক্ষে কথা বললেই রাজাকাররা আমাদের ওপর হামলা করে, মামলা দিয়ে হয়রানি করে। দুই সপ্তাহ দেশের পক্ষে কথা বলেছি, আর সঙ্গে সঙ্গে ফোন করে তারা বলে হুজুর আপনার নামে মামলা আছে। এরা সবাই হিন্দুস্তানি দালাল। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।’

এ বিভাগের আরো খবর