বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেশজুড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন

  •    
  • ২৮ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৪৩

পাবনা সরকারি শিশু পরিবারের ৮ বছরের এতিম বীথি। লাল রঙের নতুন ফ্রক আর রঙিন টুপি মাথায় দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের আয়োজনে যোগ দেয়। নতুন পোশাকের আনন্দে তার মুখে ছড়িয়ে পড়ছিল খুশির ঝিলিক। কিছুক্ষণ পরপর খুশিতে বলে উঠছিল ‘শুভ জন্মদিন প্রধানমন্ত্রী’।

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত হচ্ছে। কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ কর্মসূচি, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। এ ছাড়া প্রধানমন্ত্রীর ৭৫ বছরে পদার্পণ উপলক্ষে নিবন্ধন ছাড়াই ৭৫ লাখ মানুষকে গণটিকা দেয়া হচ্ছে।

পাবনা

ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পাবনায় শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনের উৎসব আয়োজন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে সরকারি শিশু পরিবারের ৭৫ এতিম শিশুকে সঙ্গে নিয়ে কেক কাটেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এ সময় শিশুদের হাতে নানা উপহারও তুলে দেন তিনি।

পাবনা সরকারি শিশু পরিবারের ৮ বছরের এতিম শিশু বীথি। লাল রঙের নতুন ফ্রক আর রঙিন টুপি মাথায় দিয়ে সেই আয়োজনে যোগ দেয়। নতুন পোশাকের আনন্দে তার মুখে ছড়িয়ে পড়ছিল খুশির ঝিলিক। কিছুক্ষণ পরপর খুশিতে বলে উঠছিল ‘শুভ জন্মদিন প্রধানমন্ত্রী’।

শিশুদের কেক খাওয়া আর মিষ্টিমুখে পুরো স্বাধীনতা চত্বরে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। এ ছাড়া নতুন পোশাক পেয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা।

সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্ববধায়ক সুবর্ণা সরকার জানান, করোনাকালে সরকারি শিশু পরিবারের এতিম শিশুরা বাইরে আসার সুযোগ পায়নি। তারা একঘেয়েমির মাঝে সময় পার করছিল। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নতুন পোশাকে বাইরে আসতে পেরে তারা ভীষণ খুশি।

পাবনা সমাজ সেবা অফিসের প্রবেশন অফিসার পল্লব ইবনে শায়েখ বলেন, ‘দেশের সকল বড় আয়োজনে এতিম শিশুরা বঞ্চিত হয়। উৎসবের দিনগুলোতে স্বজনহারা শিশুদের ভীষণ মন খারাপ থাকে। প্রধানমন্ত্রীর জন্মদিনের উৎসবে আনন্দ আয়োজনে যোগ দিতে পেরে তারা সত্যিই উৎসবের আনন্দ পেয়েছে।’

পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় নির্যাতিত, নিপীড়িত ও দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিজে স্বজনহারা হয়েও দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে এখনও কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিশুদের মুখে হাসি দিয়েই আমরা উৎসব শুরু করতে চেয়েছি। হাসিমাখা মুখে শিশুরা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছে। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।’

পরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

খুলনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর কাজী সাজ্জাদ হোসেন।

এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। তিনি সাহসিকতা এবং দূরদর্শিতার মাধ্যমে এ দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা।’

রাজবাড়ী

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজবাড়ীতে ৩০০ রিকশা-ভ্যান শ্রমিকের মাঝে খাদ্যসহায়তা দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার।

এর মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ কেজি তেল রয়েছে। চেয়ারম্যানের কাছে থেকে খাদ্যসহায়তা পেয়ে খুশি রিকশা-ভ্যান শ্রমিকরা।

জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অসহায়দের খাদ্যসহায়তা করেছি। তারা খুশি হয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেছেন।’

মাগুরা

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে মাগুরায়ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার জালাল উদ্দিন, মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল কুমার জোয়ার্দ্দারসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ব‌রিশা‌ল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বরিশালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন নেতা-কর্মীরা।

নগরীর সোহেল চত্বরে মঙ্গলবার সকালে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে জেলা ও মহানগর ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

একই সময় বরিশাল সিটি করপোরেশনের মেয়রের পক্ষে প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, গাজী নঈমুল হোসেন লিটু, আয়শা তৌহিদা লুনাসহ কাউন্সিলররা শ্রদ্ধাজ্ঞাপন করেন।

এ উপলক্ষে সকাল থেকে বরিশাল নগরীর ২৯টি টিকাদান কেন্দ্রে একযোগে চলছে গণটিকাদান কার্যক্রম।

এ ছাড়া বিকেলে নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদের আয়োজন করেছে জেলা এবং মহানগর আওয়ামী লীগ।

এদিকে উপজেলা ও পৌরসভা পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বানারীপাড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে সকালে ফেরিঘাট রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে সোমবার রাত ১২টা ১ মিনিটে কেক কেটে ও আতসবাজি ফুটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করেছে জেলা ছাত্রলীগ।

জেলা শহরসহ ৫টি উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করছে দলীয় নেতা-কর্মীরা। এ সময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন তারা।

পরে আলোচনা সভায় বক্তারা বলেন, ‘শেখ হাসিনা জনগণের আস্থার প্রতীক ৷ দেশের ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধুর মতো তিনিও জনগণের পাশে দাঁড়িয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। তার হাত ধরেই অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ।’

এ সময় লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়নসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নীলফামারী

বর্ণিল আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করেছে নীলফামারী পৌর আওয়ামী লীগ। এ উপলক্ষে জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

আনন্দ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা অডিটরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এতে পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বক্তব্য দেন।

এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মাসুদ আলাল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বুলেট প্রমুখ উপস্থিত ছিলেন।

নোয়াখালী

প্রধানমন্ত্রীর জন্মদিনে নোয়াখালীর মাইজদীর রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ে মঙ্গলবার বেলা ১১টায় দোয়া, আলোচনা সভা ও কেক কাটা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

আলোচনা সভার আগে জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল করা হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন।

ভোলা

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ভোলার প্রান্তিক জনপদে উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে গণটিকা দান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এ কার্যক্রমে জেলার ৬৮টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় ১ লাখ ৬ হাজার জনকে টিকা প্রদান করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় গড়ে দেড় হাজার মানুষকে টিকা দেয়া হবে।

টিকাদান কেন্দ্রে বয়োজ্যেষ্ঠ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

টিকাদান কার্যক্রমে জনসাধারণকে অবহিত করতে এলাকায় মাইকিং করা হয়েছে। ওয়ার্ড মেম্বর, গ্রাম পুলিশও সহায়ক ভূমিকা পালন করেছে।

জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে দেশব্যাপী ৭৫ লাখ মানুষকে করোনার টিকা দেয়া হবে। এর আওতায় ভোলার ১ লাখ ৬ হাজার ৫০০ মানুষকে সিনোফার্ম টিকার প্রথম ডোজ দেয়া হবে।’

এ ছাড়া জেলা ছাত্রলীগের আয়োজনে আনন্দ র‌্যালি ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিউজবাংলার পাবনা প্রতিনিধি ইমরোজ খন্দকার বাপ্পি, রাজবাড়ী প্রতিনিধি রবিউল আউয়াল, মাগুরা প্রতিনিধি ফয়সাল পারভেজ, ব‌রিশা‌ল প্রতিনিধি তন্ময় দাস, লক্ষ্মীপুর প্রতিনিধি আব্বাস হোসাইন, নীলফামারী প্রতিনিধি নূর আলম, নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল এবং ভোলা প্রতিনিধি আদিল তপু।

এ বিভাগের আরো খবর