বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাল্যবিয়ে ঠেকাতে থানায় হাজির স্কুলছাত্রী

  •    
  • ২৮ সেপ্টেম্বর, ২০২১ ১৫:২৭

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘মেয়েটির অভিযোগ পেয়ে পুলিশের একটি দল তাদের বাসায় গিয়ে মা-বাবাকে বুঝিয়ে বলার পর তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেন। মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।’

মা-খালা দিতে চান বিয়ে। বিয়ে দিতে ১৬ বছর বয়সী দশম শ্রেণিতে পড়া মেয়েকে রাজি করানোর চেষ্টা করেন। নাছড়বান্দা মেয়ে কোনোভাবেই রাজি হয়নি বিয়ের জন্য।

অবশেষে নিজের বিয়ে রুখতে মঙ্গলবার বেলা ১১টার দিকে থানায় হাজির হয় চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রী। শেষে পুলিশ গিয়ে তার বাবা-মাকে বোঝানোর পর তারা সিদ্ধান্ত থেকে সরে আসেন।

পুলিশ জানায়, মেয়েটি বিজ্ঞান বিভাগে দশম শ্রেণিতে পড়ে। তার বাবার চায়ের দোকান আছে। মা একটি মুড়ির কারখানায় চাকরি করেন।

ওই শিক্ষার্থী জানায়, তার মা ও খালা পড়ালেখা বন্ধ করে বিয়ে দিতে চেয়েছিলেন। বিয়ের জন্য পাত্র ঠিক করেন। এমন অবস্থায় তিনি থানায় যাওযার সিদ্ধান্ত নেন। কিছুদিন আগে ওই এলাকায় পুলিশ আরেকটি বাল্যবিয়ে ভেঙে দেয়ায় সে থানায় যাওয়ার উৎসাহ ও সাহস পায় বলে জানায়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘মেয়েটির অভিযোগ পেয়ে পুলিশের একটি দল তাদের বাসায় গিয়ে মা-বাবাকে বুঝিয়ে বলার পর তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেন। মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।’

এ বিভাগের আরো খবর