রাজধানীর স্কলাস্টিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সেলর ইভানা লায়লা চৌধুরীর মৃত্যুর ঘটনায় তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করতে দাবি জানিয়েছেন তার সহপাঠী ও সহকর্মীরা।
সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনের সামনে প্রতিবাদ সভায় এ দাবি করেন তারা। তাদের ব্যানারে লেখা ছিল, ‘রাষ্ট্র তুমি বিচার করো। আমরা শুধু বিচার চাই।’
ইভানার মৃত্যুর আগে ও পরের ঘটনাগুলোর তদন্তের দাবি তোলা হয় প্রতিবাদ সমাবেশ থেকে।
সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসম্পাদক ইমতিয়াজ ফারুক বক্তব্যে বলেন, ‘ইভানার মৃত্যুর ঘটনার পেছনে কারা জড়িত সেটি সামনে আসুক। সেটাই আমরা চাই। এভাবে যেন আর কোনো ইভানাকে মৃত্যুবরণ করতে না হয়। সে জন্য তার মৃত্যুর পেছনে জড়িত কেউ থাকলে তাকে বের করে বিচারের মুখোমুখি করা হোক।’
আইনজীবী জেসমিন সুলতানা বলেন, ‘ইভানাকে কেন এভাবে জীবন দিতে হলো, কেন তিনি আত্মহত্যা করলেন, আমরা এ প্রশ্নের জবাব চাই।’
আইনজীবী তামান্না ফেরদৌস বলেন, ‘রাষ্ট্র তুমি বিচার করো। আমরা শুধু ইভানার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচার চাই। ইভানার আত্মহত্যার পেছনে কারা জড়িত সেটা প্রকাশ করুন।’
প্রতিবাদ সমাবেশে ইভানার সহপাঠী, সহকর্মীরা আইনজীবীরাও অংশ নেন। এ প্রতিবাদের সঙ্গে সংহতি প্রকাশ করে উদীচী শিল্পী।
গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর পরীবাগ থেকে স্কলাস্টিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সেলর ইভানা লায়লা চৌধুরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। দুটি ভবনের মাঝখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ইভানা লায়লা চৌধুরী (৩২) স্কলাস্টিকা স্কুলের উত্তরা ও মিরপুর শাখার ইউনিভার্সিটি প্লেসমেন্ট সার্ভিসের প্রধান ছিলেন।
ইভানার মৃত্যু নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশ হয়। এ ঘটনায় ইভানার পরিবারের পক্ষ থেকে গত ২৫ সেপ্টেম্বর শাহবাগ থানায় আত্মহত্যায় প্ররোচনায় মামলা হয়েছে।