বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফুল গাছে বিষধর পিট ভাইপার

  •    
  • ২৭ সেপ্টেম্বর, ২০২১ ২২:৪০

সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘সাপটিকে দেখে মালি আমাদের খবর দেয়। খাবার খেয়ে এটি বিশ্রাম নিচ্ছিল। পরে অক্ষত অবস্থায় সাপটিকে আমাদের কার্যালয়ে নিয়ে আসি।  

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাড়াউড়া চা বাগানের একটি বাংলো থেকে পিট ভাইপার সাপ উদ্ধার হয়েছে।

চা বাগানটির সহকারী ব্যবস্থাপকের বাংলোর বাগানের একটি ফুল গাছ থেকে সোমবার দুপুর ২টার দিকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘সাপটিকে দেখে মালি আমাদের খবর দেয়। খাবার খেয়ে এটি বিশ্রাম নিচ্ছিল। পরে অক্ষত অবস্থায় সাপটিকে আমাদের কার্যালয়ে নিয়ে আসি। আনার পর সাপটি নড়াচড়া করতে পারছিল না। কিছু পরে এটি বমি করে। এজন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ মনে হলে মঙ্গলবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।’

বাংলাদেশ ভেনম রিসার্চ সেন্টারের প্রশিক্ষক ও সহকারী সাপ গবেষক বোরহান বিশ্বাস রমন বলেন, ‘ভাইপারের বিষ হচ্ছে হেমোটক্সিন। দেশে এই বিষের এন্টি ভেনম নেই। তাই সাধারণত চিকিৎসা করা হয় এন্টিবায়েটিক দিয়ে। এদের বিষ পেশি কোষ এবং রক্তকণাকে ভেঙ্গে দেয়। এর ফলে অনেক ক্ষেত্রে কিডনি ক্ষতিগ্রস্থ হয়। এতে আক্রান্তের প্রস্রাবের সঙ্গে রক্ত যায়। তবে সময়মত চিকিৎসা পেলে ভয়ের কিছু নেই।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী জানান, ভাইপার বিষধর সাপ। এটি vipreidae গোত্রের। এ গোত্রের crotalinae উপগোত্রে রয়েছে পিট ভাইপার। বাংলায় এ সাপকে বলা হয় সবুজ বোড়া। এরা দুই ফুটের মতো লম্বা হয়। চ্যাপ্টা মাথাটি ত্রিকোণাকার। ধীরে চলাফেরা করা এই সাপ ব্যাঙ,পাখি, ইঁদুর খেয়ে বেঁচে থাকে।

এ বিভাগের আরো খবর