বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ২১৪

  •    
  • ২৭ সেপ্টেম্বর, ২০২১ ২১:২৩

কন্ট্রোল রুমের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গু নিয়ে শুধু ঢাকা বিভাগের হাসপাতালগুলোতেই ভর্তি হয়েছে ১৬৩ জন। অন্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৫১ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২১৪ জন। এনিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতাল ভর্তি হয়েছে ১৭ হাজার ৫৭১ জন। এসময়ের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে সোমবার বিকেলে এ তথ্য জানানো হয়।

কন্ট্রোল রুমের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গু নিয়ে শুধু ঢাকা বিভাগের হাসপাতালগুলোতেই ভর্তি হয়েছে ১৬৩ জন। অন্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৫১ জন।

চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৭ হাজার ৫৭১ জনের মধ্যে ছাড়পত্র পেয়েছে ১৬ হাজার ৫১৯ জন। বর্তমানে ভর্তি রয়েছে ৯৮৯ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে চিকিৎসাধীন ৭৫৮ ডেঙ্গু রোগী।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, ডেঙ্গু উপসর্গ নিয়ে চলতি বছর ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত সাত মাসে ১২ জনের মৃত্যু হয়েছে। আগস্টে ৩৪ জনের মৃত্যু হয়। চলতি মাসে ১৭ জনের মৃত্যু হয়েছে।

এ বিভাগের আরো খবর