দেশে দুর্নীতি হচ্ছে বলে স্বীকার করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এও জানিয়েছেন, কোনো বিপ্লব ঘটিয়ে বা ঝড় তুলে দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব হবে না। নিয়মের মধ্যে থেকেই সরকার দুর্নীতি বন্ধ করবে।
সোমবার রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক কর্মশালায় পরিকল্পনামন্ত্রী এমন মন্তব্য করেন। এসডিজি বাস্তবায়নে জলবায়ুসংক্রান্ত তথ্য সংগ্রহবিষয়ক তিন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের সরকারপ্রধান প্রায়ই দুর্নীতির বিরুদ্ধে বলেন। আমাদের পর্যায় থেকে আমরাও বলি। তারপরও দুর্নীতি হয়, অপচয় হয়, স্বীকার করি। এটা বাস্তবতা। তাই আমরা হতাশ হই না। দুর্নীতির বিরুদ্ধে আমরা চাপ অব্যাহত রাখব। তবে কোনো ঝড় উঠিয়ে, বিপ্লব ঘটিয়ে, সামরিক কায়দায় ধরে এনে, মেরে ফেলে, এসব কাজ তো আমরা আমরা পারব না।
‘আমাদেরকে আইন-কানুনের মধ্যেই কাজ করতে হবে। আমরা আইনের ঊর্ধ্বে কোনো সরকার নই। আইনের ঊর্ধ্বে প্রধানমন্ত্রীও নন। আইন-কানুনে যা আছে খাতাপত্রে সেগুলো মেনেই আমরা কাজ করব।’
তিনি বলেন, ‘আমরা যথাসময়ে ও মানসম্পন্ন প্রকল্প বাস্তবায়ন করতে চাই। আমাদের কাজ (পরিকল্পনা মন্ত্রণালয়) প্রকল্প আটকানো নয়। আমরা চাই দ্রুত কাজ হোক। মানের সঙ্গে আপস করা যাবে না। মানসম্মতভাবে কাজ না করলে প্রকল্প বাস্তবায়ন করে লাভ নেই।’
প্রকল্প বাস্তবায়নে সরকারের সক্ষমতা বাড়ছে বলেও দাবি করেন পরিকল্পনামন্ত্রী।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘স্ট্রেনদেনিং এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড ডিজাস্টার স্ট্যাটেস্টিক্স’ প্রকল্পের পরিচালক রফিকুল ইসলাম। বিবিএস-এর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস, ইউএন ওমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিং অনুষ্ঠানে বক্তব্য দেন।