বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ১

  •    
  • ২৭ সেপ্টেম্বর, ২০২১ ২০:৫৮

র‍্যাব জানায়, খোরশেদ আলমের সঙ্গে তার প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের তটস্থ করতে তিনি অস্ত্র মজুত করতে থাকেন। পাশাপাশি তরুণদের মাদকের প্রলোভন দেখিয়ে দল ভারী করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন।

কুমিল্লার আদর্শ সদর থেকে অস্ত্র ও মাদকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

উপজেলার ডুমুরিয়া চান্দপুর এলাকা থেকে রোববার মধ্যরাতে তাকে আটক করা হয়। তবে সোমবার দুপুরে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করে তাকে থানায় হস্তান্তর করা হয়।

কুমিল্লা র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার সাকিব হোসেন সোমবার বেলা ২টার দিকে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম খোরশেদ আলম। তার বাড়ি আদর্শ সদর উপজেলার ডুমুরিয়া চান্দপুর এলাকায়।

র‍্যাব কর্মকর্তা জানান, খোরশেদ আলমের সঙ্গে তার প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের তটস্থ করতে তিনি অস্ত্র মজুত করতে থাকেন। পাশাপাশি তরুণদের মাদকের প্রলোভন দেখিয়ে দল ভারী করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন।

র‍্যাব কর্মকর্তা সাকিব বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে খোরশেদের বাড়িতে অভিযান চালাই । এ সময় একটি পিস্তল, ২টি গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ৩৩ বোতল বিয়ার, ৪৬ বোতল বিদেশি মদ, ৮৭ বোতল স্কাফ সিরাপ ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করি।’

তিনি আরও বলেন, ‘আটক খোরশেদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা শেষে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করি।’

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, গ্রেপ্তার খোরশেদ পুলিশি হেফাজতে আছেন। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

এ বিভাগের আরো খবর