বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বড়লেখায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  •    
  • ২৭ সেপ্টেম্বর, ২০২১ ২১:০৪

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও শুভ্রাংশু জানান, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশু মারা যায়। কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৌলভীবাজারের বড়লেখায় আলাদা স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শুভ্রাংশু শেখর দে।

নিহত দুই শিশু হলো উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রামের আব্দুল হামিদের দুই বছরের ছেলে সিয়াম এবং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দক্ষিণভাগ গ্রামের সামছুল ইসলামের তিন বছরের ছেলে মাহের আহমদ।

স্থানীয়রা জানান, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তারাদরম গ্রামের ব্যবসায়ী আব্দুল হামিদের ঘরের পাশেই খেলছিল তার ছেলে সিয়াম।

একপর্যায়ে পরিবারের সবার অগোচরে সিয়াম বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে সিয়ামের নিথর দেহ উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, কাছাকাছি সময়ে উপজেলার সুজানগর ইউনিয়নের সুজানগর গ্রামে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মারা গেছে শিশু মাহের।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দক্ষিণভাগ গ্রাম থেকে সুজানগরে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে মাহির।

দুপুরে বাড়ির পাশেই খেলছিল মাহির। সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা পুকুর থেকে তার দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাহেরকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও শুভ্রাংশু জানান, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশু মারা যায়। কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর