বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইমামকে ‘কুপিয়ে বাড়িতে আগুন’, ৩ দিনেও গ্রেপ্তার নেই কেউ

  •    
  • ২৭ সেপ্টেম্বর, ২০২১ ১৮:০৩

ফরিদুলের অভিযোগ, শুক্রবার রাতে মেহমানদের দিকে টর্চের আলো ফেলার বিষয়ে নুরুলকে জিজ্ঞেস করলে তিনি ও তার সহপাঠী মো. মিনার ও মো. জমির তাকে মারধর ও কুপিয়ে জখম করে। এরপর শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে ১০ থেকে ১২ জন এসে তার বাড়িতে আগুন দেয়। এ সময় কেউ বাড়িতে না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

কক্সবাজারে ইমামকে কুপিয়ে জখম করে বসতঘর পুড়িয়ে দেয়ার অভিযোগের তিন দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, আসামিরা পলাতক। তাদের ধরতে চেষ্টা চলছে।

চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কোনাপাড়ায় গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

ইলিশিয়া মাঝেরপাড়া জামে মসজিদের আহত ইমাম ফরিদুল ইসলাম চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

তিনি নিউজবাংলাকে জানান, শুক্রবার তার অসুস্থ ছেলে আব্দুল্লাহকে দেখতে বাড়িতে কয়েকজন মেহমান আসে। তারা বাড়ির উঠানে বসে নাস্তা করছিলেন। এ সময় স্থানীয় যুবক নুরুল ইসলাম ওরফে লালাইয়াসহ কয়েকজন যুবক বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তারা উঠানে টর্চের আলো ফেললে তা মেহমানদের চোখে পড়ে।

ইলিশিয়া মাঝেরপাড়া জামে মসজিদের আহত ইমাম ফরিদুল ইসলাম

ফরিদুলের অভিযোগ, মেহমানদের বিদায় দিয়ে তিনি নুরুলকে টর্চের আলো ফেলার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি ও তার সহপাঠী মো. মিনার ও মো. জমির তাকে মারধর ও কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এরপর শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে ১০ থেকে ১২ জন এসে তার বাড়িতে আগুন দেয়। এ সময় কেউ বাড়িতে না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে মালামালসহ ঘর পুরোপুরি পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুয়েল আহমদ নিউজবাংলাকে জানান, কুপিয়ে জখম ও আগুনের অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে দুটি টিম পাঠানো হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় শনিবার ফরিদুল তিনজনের নামে মামলা করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জুবায়ের বলেন, ‘ওইদিন আমি একটা ট্রেনিংয়ে ছিলাম তবে বিষয়টি জানি। ঘটনার পর থেকে জড়িতরা গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

এ বিভাগের আরো খবর