অটোরিকশার চালক হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে পাবনার বিচারিক আদালত।
জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান সোমবার বেলা ২টার দিকে এ রায় দেন। রায়ে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডিত ব্যক্তিরা হলেন সদর উপজেলার নাজিরপুর গ্রামের স্বপন ও একই গ্রামের ইকবাল।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সামাদ খান রতন।
অটোরিকশার চালক মানিক হোসেনের বাড়ি সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া গ্রামে।
মামলার বরাত দিয়ে আইনজীবী সামাদ জানান, ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি মানিক অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরের দিন রাখালগাছি গ্রামের একটি ধানক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।
আসামিরা তার রিকশাটি ছিনতাই করে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে যায়।
তিনি আরও জানান, মানিকের বাবা ওই দিন রাতেই সদর থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন।
পুলিশ ইকবাল ও স্বপনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা মানিককে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে সোমবার তাদের মৃত্যুদণ্ড দেয়।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।