বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভ্যানে ট্রাকের ধাক্কা, মা-মেয়ে নিহত

  •    
  • ২৭ সেপ্টেম্বর, ২০২১ ১২:৩৮

শালিখা থানার ওসি তারক বিশ্বাস জানান, বাড়ি থেকে শরিফা বেগম তার শিশু মেয়েকে নিয়ে ভ্যানে করে আড়পাড়া যাচ্ছিলেন। জুনারী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা মা ও মেয়ের মৃত্যু হয়।

মাগুরার শালিখায় ভ্যানে ট্রাকের ধাক্কায় মা মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুইজন আহত হয়েছেন।

এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

উপজেলার বুনাগাতি জুনারী এলাকায় সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হয়েছেন শরিফা বেগম ও তার সাত মাসের শিশু কন্যা খাদিজা। উপজেলার পুলুম গ্রামের ইবাদুল ফকিরের স্ত্রী শরিফা।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন মাগুরা শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বাড়ি থেকে শরিফা বেগম তার শিশু মেয়েকে নিয়ে ভ্যানে করে আড়পাড়া যাচ্ছিলেন। জুনারী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা মা ও মেয়ের মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে শালিখা থানায় নেয়া হয়েছে। আর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক করে ট্রাকটি জব্দ করা হয়েছে।

নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

এ বিভাগের আরো খবর