বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মৌলভীবাজারে ১৪ ঘণ্টায় তিন মৃত্যু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০১:০২

একজন বিদ্যুৎস্পৃষ্ট, একজন দুর্ঘটনা ও অন্যজন খুনের শিকার হয়ে মারা গেছেন।

মৌলোভীবাজারে পৃথক তিনটি ঘটনায় ১৪ ঘণ্টার ব্যবধানে স্কুলছাত্রসহ তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত এ তিনটি মৃত্যুর ঘটনা ঘটে।

শনিবার বিকেল তিনটায় সদর উপজেলার কাজিরগাওয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছাব্বির আহমেদ নামে ১৪ বছর বয়সীর এক স্কুলছাত্রের মৃত্যু ঘটে। নিহত ছাব্বির মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার স্থায়ী বাড়ি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে।

তার বাবা আয়ুব আলী জানান, স্কুল থেকে বাসায় ফিরে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ছাব্বির। পরে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই এমদাদুল হকের হাতে বড় ভাই জিয়াউর রহমান খুন হয়েছেন।

শনিবার সকাল ১১টায় আইনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মৌলোভীবাজার সদর হাসপাতালের মর্গে নেয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে নিহত জিয়াউর রহমানের পরিবারে বিরোধ চলছিল। সকালে জিয়াউর বাড়ির একটি অংশে বীজবপনের জন্য মাটি খুড়তে গেলে মেজো ভাই তাইদুল মিয়ার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে ছোট ভাই এমদাদুল হক এসে একটি কাঠের টুকরো দিয়ে বড় ভাই জিয়াউর রহমানের মাথায় আঘাত করেন। এ ঘটনায় তাৎক্ষনিকভাবেই মাটিতে লুটিয়ে পড়েন জিয়াউর। তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানিয়েছেন, খুনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে শুক্রবার রাতে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট নিয়ে যাওয়ার পথে তাজ উদ্দিন নামে আরেক যুবকের মৃত্যু হয়।

শুক্রবার রাত ১০টার দিকে তাজ উদ্দিনসহ আরেকজন মোটরসাইকেল যোগে সুনছড়া বাজার থেকে যোগিবিল হয়ে ছলিমবাজার সড়কে যাচ্ছিলেন। যোগিবিল চৌমুহনা এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেল চালক তাজ উদ্দিন অপর দিক থেকে আসা বাই সাইকেলকে ধাক্কা দিয়ে মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন এবং গাছের সঙ্গে ধাক্কা লাগেন। এতে তিনি মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতাল হয়ে সিলেট যাবার পথে রাত ১টার দিকে তিনি মারা যান।

আলীনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও নিহতের চাচা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিকভাবে প্রশাসনের কাছে আবেদন করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো খবর