খেলতে গিয়ে পালরদী নদীতে পড়ে আব্দুল্লাহ আরাফাত নামে আড়াই বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।
ঘটনা ঘটেছে মাদারীপুরের কালকিনি উপজেলার চর ঠেঙ্গামারা গ্রামে। সকালে নিখোঁজ শিশুকে উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিখোঁজ আব্দুল্লাহ আরাফাত কালকিনি পৌর এলাকার চর ঠেঙ্গামারা গ্রামের আলাই ভান্ডারীর ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আব্দুল্লাহ আরাফাত একা নদীর পাড়ে খেলতে যায়। হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে ডুবে যায়। নদীতে তীব্র স্রোত থাকায় স্থানীয়রা তাকে উদ্ধার করতে পারেনি। কালকিনি থানা পুলিশের সহযোগিতায় মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নদীর তিন কিলোমিটার জুড়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। সন্ধ্যা ৬টা পর্যন্ত শিশুর খোঁজ মেলেনি।
নদীতে ডুবে যাওয়া শিশু আব্দুল্লাহ আরাফাতের নিখোঁজের ঘটনায় তার স্বজনদের মধ্যে আহাজারি শুরু হয়।
নিখোঁজ শিশুর মা পারভিন বেগম বলেন, ‘জীবিত না হোক মৃত আমার সন্তানকে আমি এক নজর দেখতে চাই। আমার সন্তানের দেহটা আমার কাছে ফিরিয়ে দিন।’
মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহাতাব হোসেন বলেন, ‘আমরা নদীতে শিশুটির সন্ধানে কাজ করছি। রোববার আবারও উদ্ধার কাজ পরিচালনা করা হবে।’
কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন মিয়া বলেন, ‘সকালে খবর পেয়ে সঙ্গে-সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন উপায়ে নদীতে শিশুকে খোঁজার চেষ্টা করি। উদ্ধার তৎপরতা সারা দিন ও রাত পর্যন্ত চলেছে; না পাওয়া পর্যন্ত চলবে।’