বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেড়ার জালে আটকা ১০ ফুটের অজগর

  •    
  • ২৫ সেপ্টেম্বর, ২০২১ ২২:৪৮

বাড়ির মালিক জিয়াবুল করিম জানান, তার বাড়ির উঠানবাগানের চারিদিক জাল দিয়ে ঘেরা। সেই জালেই আটকা পড়ে সাপটি। পরে তিনি স্থানীয়দের মাধ্যমে বন বিভাগের লোকজনকে খবর দেন। 

কক্সবাজারের পেকুয়া বারবাকিয়া পূর্ব পাহাড়িয়াখালী এলাকা থেকে ১০ ফুটের একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা।

পূর্ব ভারুয়াখালীর শিক্ষক জিয়াবুল করিমের বাড়ি থেকে শনিবার দুপুরে অজগরটি উদ্ধার করা হয়। বনকর্মীদের সাপটি নিজেদের জিম্মায় নিয়েছেন।

বাড়ির মালিক জিয়াবুল করিম জানান, তার বাড়ির উঠানবাগানের চারিদিক জাল দিয়ে ঘেরা। সেই জালেই আটকা পড়ে সাপটি। পরে তিনি স্থানীয়দের মাধ্যমে বন বিভাগের লোকজনকে খবর দেন।

উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জুয়েল চৌধুরী নিউজবাংলাকে জানান, জাল কেটে অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, খাবারের খোঁজে সাপটি লোকালয়ে চলে আসে। এটি ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক অথবা বন্য প্রাণী অভয়াশ্রমে অবমুক্ত করা হবে।

এ বিভাগের আরো খবর