বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাহাঙ্গীরের ক্ষমা চাওয়ার দাবিতে বিরোধীরা ফের রাস্তায়

  •    
  • ২৫ সেপ্টেম্বর, ২০২১ ১৯:৩৯

কাউন্সিলর নুরুল ইসলাম নুরু বলেন, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করার পর এখন পর্যন্ত মেয়র জাতির কাছে ক্ষমা চায়নি। উল্টো শুক্রবার নির্লজ্জ বেহায়ার মতো আনন্দ মিছিলের নামে ভাড়া করা লোকজন দিয়ে শোডাউন দিয়েছে। আমরা তার কঠোর শাস্তি ও পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছি। যতক্ষণ পর্যন্ত মেয়র জাতির নিকট ক্ষমা না চাইবে এবং সব পদ থেকে পদত্যাগ না করবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।’

মধ্যরাতে নিজ বাসায় বসে একজনের সঙ্গে কথোপকথনের ভিডিও ফেসবুকে ফাঁস হওয়াকে কেন্দ্র করে গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের বিচারের দাবিতে শনিবারও বিক্ষোভ হয়েছে।

কর্মসূচির সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এ সময় তারা মেয়র জাহাঙ্গীরের তীব্র সমালোচনা করেছেন। তাকে নির্লজ্জ আখ্যা দিয়ে বলেন, বেহায়ার মতো তিনি আনন্দ মিছিলের নামে ভাড়া করা লোকজন দিয়ে শোডাউন করেছেন।

আওয়ামী লীগ নেতা-কর্মীদের এই সড়ক অবরোধের কারণে মহাসড়কে হঠাৎ থমকে যায় গাড়ির চাকা। দীর্ঘ যানজটে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তির শিকার হন যাত্রীরা।

মেয়র জাহাঙ্গীরের শাস্তির দাবিতে টানা চতুর্থ দিনের মতো টঙ্গীতে বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নামেন বিক্ষুব্ধরা। এ সময় তারা জাহাঙ্গীরের কুশপুত্তলিকায় আগুন দেন। ঘণ্টাব্যাপী চলা অবরোধ কর্মসূচি থেকে নেতাকর্মীরা পরে সরে আসেন পুলিশের অনুরোধে।

ফাঁস হওয়া রেকর্ডটিতে দেখা যায় যায়, মুক্তিযুদ্ধে শহিদদের সংখ্যা ও আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীকার আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন গাজীপুর আওয়ামী লীগের অন্যতম এই নেতা।

গাজীপুর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানকে নিয়েও আপত্তিকর বক্তব্য আছে সেই ভিডিওতে।

স্বভাবতই বিষয়টি পছন্দ হয়নি স্থানীয় আওয়ামী লীগের বড় অংশের। চার দিন ধরে নানাভাবে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন তারা।

এরই অংশ হিসেবে টঙ্গীর চেরাগআলী এলাকায় শনিবার বিকেল ৪টায় ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরুর নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তাদের সঙ্গে ৪৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আহসান উল্লাহ ও যুবলীগের আহ্বায়ক মনির হোসেন সাগরের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী যোগ দেয়। পরে নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

ফাঁস হওয়া ভিডিওকে বানোয়াট বলে পার পেতে চাইছেন জাহাঙ্গীর। তিনি তার অনুসারীদেরকে নিয়ে একটি সমাবেশও করেছেন, যার পাশে তার বিরোধীদের অবস্থান ছিল পুলিশ বিরোধীদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়ার পর জাহাঙ্গীর নির্বিঘ্নে সমাবেশ করেছে।

বিক্ষোভ কর্মসূচিতে কাউন্সিলর নুরুল ইসলাম নুরু বলেন, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করার পর এখন পর্যন্ত মেয়র জাতির কাছে ক্ষমা চায়নি। উল্টো শুক্রবার নির্লজ্জ বেহায়ার মতো আনন্দ মিছিলের নামে ভাড়া করা লোকজন দিয়ে শোডাউন দিয়েছে। আমরা তার কঠোর শাস্তি ও পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছি। যতক্ষণ পর্যন্ত মেয়র জাতির নিকট ক্ষমা না চাইবে এবং সব পদ থেকে পদত্যাগ না করবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।’

টঙ্গী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের অনুসারীরা। বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে মহাসড়ক ঘুরে টঙ্গী বাজার এলাকায় মেয়র জাহাঙ্গীরের কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেয়।

এ সময় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ওসমান আলী খান, ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আলী আফজাল খান দুলু, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান জামান, ৫৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আজহারুল বেপারী, মুকুল সরকার, সালাম খান, বাসেত খান, আফিল উদ্দিন, কামরুল রাসেল, আদিম হায়দারসহ বিভিন্ন ওয়ার্ডের হাজারখানেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে পুলিশের অনুরোধে বিকেল সাড়ে ৫টায় বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়।

বহুধাবিভক্ত গাজীপুর আওয়ামী লীগে নতুন সমীকরণ

গাজীপুরের রাজনীতিতে ক্ষমতাসীন দলে যে ফাটল ধরে গেছে, তার ইঙ্গিতও স্পষ্ট।

২০১৩ সালের সিটি নির্বাচনের আগেই তুমুল আলোচনায় ছিলেন জাহাঙ্গীর। আওয়ামী লীগের ঘাঁটিতে সে সময় দলের বড় পরাজয়ের পেছনে যেসব কারণ উঠে এসেছিল, তার মধ্যে ভোট থেকে সরে গেলেও জাহাঙ্গীর অনুসারীদের তৎপর না থাকা ছিল একটি।

পরে ২০১৮ সালে যখন জাহাঙ্গীরকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ, তখন তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাসানউদ্দিন সরকারকে বলতে গেলে উড়িয়ে দেন।

এরপর থেকে মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের বড় অংশ ভিড়তে শুরু করে তার কাছেই। তবে এবার তার গুণমুগ্ধদের একটি অংশই বেঁকে বসেছেন।

মহানগর আওয়ামী লীগের যে নেতারা এতদিন জাহাঙ্গীরের বলয়ে ছিলেন, তারাও যোগ দিয়েছেন তার শাস্তি ও মেয়র পদ থেকে অপসারণের আন্দোলনে।

কেন্দ্রীয় আওয়ামী লীগ কী করে, তার অপেক্ষায় আছেন এখনও কেউ কেউ।

টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী নিউজবাংলাকে বলেন, ‘আমরা নিরপেক্ষরা চুপ আছি। আজকের বিক্ষোভ কর্মসূচিতেও যাইনি, আনন্দ মিছিলেও যাইনি। এত বড় ঘটনা ঘটছে, সেন্ট্রাল (কেন্দ্র) কিছু বলছে না। আমরা সেন্ট্রালের নির্দেশনার অপেক্ষায় আছি।’

জাহাঙ্গীর ভাইরাল হওয়া ভিডিওটিকে বানোয়াট বললেও সেটা হালে পানি পাচ্ছে না। বরং এর আগে ৪ মিনিটের একটি ভিডিও ছড়িয়েছিল। এবার ছড়িয়েছে ১১ মিনিটের একটি। এখানে আরও বেশ কিছু কথা আছে, যা আরও ক্ষুব্ধ করছে তার বিরোধীদেরকে।

টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুলে ধরেন সে কথাই। আওয়ামী লীগের প্রধান অর্জন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি তিনি মেনে নিতে পারছেন না।

বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। তাকে নিয়ে যে বক্তব্য শুনা যাচ্ছে, তা নিয়ে আমরা পার্টি ফোরামে কথা বলব। কিন্তু মিটিং কে ডাকবে? সভাপতি-সাধারণ সম্পাদক দুই পক্ষে অবস্থান করছে। আজকে মহানগর আওয়ামী লীগের আয়োজনে আনন্দ মিছিল ও সমাবেশ ছিল। কিন্তু এতে সভাপতি আসে নাই।’

মেয়র জাহাঙ্গীর বঙ্গবন্ধুকে নিয়ে যে মন্তব্য করেছে তা মিথ্যে প্রমাণ করা না পর্যন্ত তার সঙ্গে কোনো কর্মসূচিতে অংশ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ। সে কথাও জানিয়ে দিলেন রজব আলী।

টঙ্গী পৌরসভার একাধিকবারের মেয়র আজমত গাজীপুরে ভীষণ জনপ্রিয় ছিলেন। ২০১৩ সালের মেয়র নির্বাচনে তার পরাজয় ছিল অপ্রত্যাশিত। সে সময় তিনি জাহাঙ্গীর অনুসারীদের সমর্থন পাননি বলে প্রচার আছে। এও প্রচার আছে যে, জাহাঙ্গীর সমর্থকরা তার বিপক্ষে কাজ করেছে। এই বিষয়টি আট বছর পর আবার সামনে আসছে।

মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একজন নেতা বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে আজমত উল্লাহ খান ও জাহাঙ্গীর মুখোমুখি অবস্থানে থাকলেও ২০১৫ তারা দুজন এক হয়ে যান দুজন। নিজেদের মধ্যে কমিটিকে কেন্দ্র করে একটা সমঝোতা হয়। যা দীর্ঘদিন ধরেই বলবৎ ছিল।

‘এই দুজনের সমঝোতার কারণে একই এলাকার একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব কিছুটা পাশে পড়ে যান। যা মেয়র জাহাঙ্গীরকে গাজীপুর এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে শীর্ষস্থানে নিয়ে যায়।’

আগামী সিটি নির্বাচনও আছে হিসেবে

আগামী সিটি নির্বাচনকে ঘিরে সমীকরণও আছে। ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মণ্ডল এবার মেয়র নির্বাচনে আগ্রহী। তিনি মেয়রের শাস্তির দাবিতে কর্মসূচিতে সবচেয়ে বেশি সোচ্চার। তারও একটি বড় সমর্থক গোষ্ঠী আছে সেখানে।

মামুন গাজীপুরের প্রভাবশালী একাধিক নেতা এমনকি আজমত উল্লাহ খানেরও সমর্থন পাচ্ছেন বলেও এলাকায় প্রচার আছে।

শুক্রবার মেয়র জাহাঙ্গীর যেখানে সমাবেশ করেছেন, তার অদূরে মামুনের কার্যালয় ঘিরে যে কর্মসূচি পালন করেন, তাতে আজমত অনুসারীদেরকেও দেখা গেছে, যদিও তিনি নিজে সেখানে যাননি।

কী করবেন জাহাঙ্গীর

দেশে ফিরেই মেয়র এক ভিডিও বার্তায় বলেছিলেন, এই ভিডিও (ভাইরাল রেকর্ড) বানোয়াট, কথা কেটে কেটে বসানো হয়েছে। ভিডিওগুলো ফেসবুক থেকে ডিলিট করার আহ্বান জানিয়েছেন, বলেছেন, নইলে আইনি ব্যবস্থা নেবেন।

শুক্রবারের সমাবেশেও মেয়র বলেছেন, তিনি চক্রান্তকারীদের মুখ উন্মোচন করে দেবেন। তবে এগুলো যে মাঠের রাজনীতির কথা, সেটি নিউজবাংলাকে দেয়া তার সাক্ষাৎকারেই স্পষ্ট।

কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন, এমন প্রশ্নে জাহাঙ্গীর বলেন, ‘এখন মামলার ব্যবস্থা নিতাছি, এখন বাদী, বিবাদী কে এটাই তো মিলাইতে পারতেছি না। কে এটা করছে? আমি তো ছিলাম দেশের বাইরে। আসছি কালকে। আর আমাদের যারা আছে তারা সবাই এটা নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে। আমরা যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা চাইব, বলব কারা এটা করেছে, বাইর কইরা দিতে।’

‘প্রমাণ করতে হবে যে এই ভিডিও তার না’

মেয়র যে বক্তব্য রেখেছেন, তার প্রতিক্রিয়ায় নিউজবাংলাকে আজমত উল্লাহ খান বলেন, ‘মেয়র জাহাঙ্গীর আলমকে প্রমাণ করতে হবে যে এই ভিডিও তার না।’

তিনি বলেন, ‘উনি (জাহাঙ্গীর আলম) বলেছেন ওই ভিভিও অসত্য। কিন্তু বক্তব্যের কণ্ঠ তো তার। তাকেই প্রমাণ করতে হবে যে এই ভিডিও তার না।’

গাজীপুর তিনদিন ধরে উত্তপ্ত থাকলে প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় চুপ রয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। ঢাকা বিভাগের দায়িত্বশীলদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে, তারাও কোনো মন্তব্য করছেন না। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে মনে করছেন গাজীপুরের নেতারা।

এ বিভাগের আরো খবর