পারিবারিকভাবে বিয়ে। ধুমধাম আয়োজনের মাধ্যমে কনেকে আনা হয় বরের বাড়িতে। সব আনুষ্ঠানিকতা শেষে নব দম্পতিকে পাঠান হয় বাসরঘরে। সেই ঘরে তাদের সঙ্গে ছিলেন পরিবারের কয়েকজন জ্যেষ্ঠ সদস্য ও শিশু। ভোরে ঘরের বারান্দার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বরের মৃতদেহ।
ঘটনাটি পঞ্চগড়ের বোদা উপজেলার। শনিবার সকালে বর বাবুল হোসেনের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন।
স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, পঞ্চগড়ের বোদা উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার সাবিনা ইয়াসমিনের সঙ্গে শুক্রবার বিকেলে পারিবারিকভাবে বিয়ে হয় বাবুলের। রাতেই ধুমধাম করে নতুন বউকে বরের চিলাহাটি ইউনিয়নের চরতিস্তাপাড়ার বাড়িতে আনা হয়। সব আয়োজন শেষে বর-কনেকে দেয়া হয় বাসর ঘরে। শোবার জায়গার অভাবে ওই ঘরে থাকতে যান কনে ও বরপক্ষের কয়েকজন। ভোরে ওই ঘরের বারান্দার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় বরের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে বাবুল আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়য়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।