বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘চিকিৎসা নিয়ে ব্যবসা চলবে না’

  •    
  • ২৫ সেপ্টেম্বর, ২০২১ ১৭:১৮

সংসদ সদস্য শিখর বলেন, ‘মাগুরার বিভিন্ন ক্লিনিকের নামে অভিযোগ শুনি। ঠকবাজির কারণে দরিদ্র মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়। যা খুবই অমানবিক ও অসৎ কাজ। মানুষের চিকিৎসা নিয়ে ব্যবসা মাগুরায় আমি হতে দেব না।’

মাগুরায় চিকিৎসার নামে ব্যবসা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

তিনি বলেন, ‘মাগুরার বিভিন্ন ক্লিনিকের নামে অভিযোগ শুনি। মানুষকে অনেক সময় ঠকানো হয়। ঠকবাজির কারণে দরিদ্র মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়। যা খুবই অমানবিক এবং অসৎ কাজ। মানুষের চিকিৎসা নিয়ে ব্যবসা মাগুরায় আমি হতে দেব না।’

মাগুরা পৌরসভার সম্মেলন কক্ষে শনিবার দুপুরে এক অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মাগুরার বেসরকারি যেসব ক্লিনিকের নামে অভিযোগ রয়েছে, সেগুলো কোনোমতেই চলতে দেয়া হবে না। ২৫০ শয্যার সদর হাসপাতাল পুরোপুরি চালু হলে জেলা কমিটি করে ক্লিনিকগুলো নিয়মিত পর্যবেক্ষণ করব।’

এমপি শিখর বলেন, ‘মাগুরায় কর্মরত সরকারি চিকিৎসকদের আগে সরকারি হাসপাতালে মনোযোগ রাখতে হবে। এরপর চেম্বার বা ক্লিনিকে। হাসপাতালের দায়িত্বে অবহেলা করা যাবে না।’

তিনি বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে সরকারি মেডিক্যাল কলেজ থেকে পাস করা চিকিৎসকের পেছনে এ দেশের মানুষের প্রায় কোটি টাকা খরচ হয়। তাই মানুষের প্রতি আরও সহানুভূতি প্রকাশের অনুরোধ করছি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যসেবা প্রতিনিধি, পৌরসভার কাউন্সিলসহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা।

এ বিভাগের আরো খবর