বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘মুজিব ছায়া’য় জমি দিলেন যুবলীগ নেতা

  •    
  • ২৫ সেপ্টেম্বর, ২০২১ ১৭:২১

মোস্তফা ফিরোজ বলেন, ‘পৈত্রিক সূত্রে পাওয়া আমার দুই শতাংশ জমি আমি গৃহহীন ও ভূমিহীন গজেন্দ্র নাথকে রেজিস্ট্রি করে দিয়েছি। গত ৯ সেপ্টেম্বর সৈয়দপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি সংক্রান্ত কাজ শেষ হয়েছে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘মুজিব ছায়া’ প্রকল্পে দুই শতাংশ জমি দিয়েছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তফা ফিরোজ।

এই জমিতে বাঙ্গালীপুর ইউনিয়নের গৃহহীন ও ভূমিহীন গজেন্দ্র নাথকে ঘর বানিয়ে দেবে সৈয়দপুর থানা পুলিশ।

গত ৯ সেপ্টেম্বর গজেন্দ্র নাথকে জমি রেজিস্ট্রি করে দেন যুবলীগ নেতা মোস্তফা ফিরোজ। যা শনিবার প্রকাশ হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান।

তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের ৪৯৫টি উপজেলায় ভূমি ও গৃহহীন মানুষকে জমিসহ ঘর করে দেয়া হচ্ছে। যার নামকরণ করা হয়েছে ‘মুজিব ছায়া’। প্রকল্পটি বাস্তবায়ন করছে পুলিশ।

এরই অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে প্রকল্পটি বাস্তবায়নে জমি দান করেছেন যুবলীগ নেতা মোস্তফা ফিরোজ। তিনি ছাত্রলীগ প্যানেল থেকে সৈয়দপুর কলেজে ১৯৯৭ সালে ভিপি নির্বাচিত হন।

মোস্তফা ফিরোজ বলেন, ‘পৈত্রিকসূত্রে পাওয়া আমার দুই শতাংশ জমি আমি গৃহহীন ও ভূমিহীন গজেন্দ্র নাথকে রেজিস্ট্রি করে দিয়েছি। গত ৯ সেপ্টেম্বর সৈয়দপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি সংক্রান্ত কাজ শেষ হয়েছে।

‘মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে শামিল হতে পেরে আমি গর্বিত।’

তিনি আরও বলেন, ‘অন্তত একটি পরিবার নির্বিঘ্নে শান্তিতে ঘুমাতে পারবে। আমি কৃতজ্ঞতা জানাই সৈয়দপুর পুলিশকে।

‘সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের রাবেয়া মিল এলাকায় এই ঘর নির্মাণ কাজ শুরু করবে তারা। আগে গৃহহীন পরিবারটি বাঙ্গালিপুর এলাকায় অন্যের জমিতে থাকত।’

ওসি আবুল হাসনাত খান জানান, ‘পুলিশের কাজে এগিয়ে আসায় যুবলীগ নেতা মোস্তফা ফিরোজকে আমরা কৃতজ্ঞতা জানাই।

‘তার দান করা দুই শতাংশ জমির উপর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিবারটির জন্য ঘর বানিয়ে দেয়া হবে। দ্রুত নির্মাণ কাজ শুরু হবে ওই জমিতে।’

এ বিভাগের আরো খবর