কিশোরগঞ্জের নিকলী হাওরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সহযোগিতায় শনিবার সকাল ১১টায় রনির এবং দুপুর দেড়টার দিকে আলমগীরের মরদেহ উদ্ধার করা হয়৷
মৃত ২২ বছর বয়সী মো. রনি মিয়ার বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কোয়ালবাজার গ্রামে। আর ২০ বছর বয়সী আলমগীরের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামে। তারা দুজনই ঢাকায় পিকআপ ভ্যান চালাতেন বলে জানিয়েছে পুলিশ।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম সিদ্দিকী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে একটি বাসে ৫০ জনের একটি দল নিকলী বেড়িবাঁধ এলাকায় বেড়াতে যান। সেখানে দুটি নৌকা ভাড়া নিয়ে নিকলী হাওরে ঘুরতে বের হন তারা।
পরে দুপুর ২টার দিকে ঘোড়াদিঘা গ্রামের পাশে ঘোড়াউত্রা নদীর পাড়ে কেওড়া গাছতলায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নামেন আলমগীর ও রনি। গোসল শেষে নৌকায় উঠে আলমগীর ও রনিকে নৌকায় দেখতে না পেয়ে সবাই তাদেরকে আশেপাশে খোঁজাখুঁজি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে রাত ১২টার পর তা বন্ধ ঘোষণা করে। পরে শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় জেলেদের নিয়ে দ্বিতীয় দফায় উদ্ধার অভিযানে মরদেহগুলো উদ্ধার করা হয়।