ভোলার দৌলতখানে নদীতে মাছ ধরতে গিয়ে আরও এক জেলের মৃত্যু হয়েছে।
৭৫ বছরের ওই জেলের নাম মো. ফরিদ। তার বাড়ি চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে।
পৌরসভা ১ নম্বর ওয়ার্ডে মেঘনার তীরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। দৌলতখানে মাছ ধরতে গিয়ে এক দিনে দুজনের মৃত্যু হলো।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান।
পরিবার ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, শনিবার সকালে মাছ ধরতে বের হন ফরিদ। রাধাবল্লভ মাছঘাট এলাকায় তিনি নদীতে পড়ে যান।খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মারা যান জেলে আব্দুর রশিদ।
সৈয়দপুর ইউনিয়নের খালপাড় এলাকায় শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, ভোর বেলা আব্দুর রশিদ মেঘনা নদীতে মাছ শিকারের জন্য বের হন। খালপাড় নামক এলাকায় পৌঁছলে রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুৎতের মূল লাইনের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতায়িত হন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।