চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, সকালে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। সুরতহাল রিপোর্টে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।
কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
কুতুবদিয়ার উত্তর কৈয়ারবিল এলাকায় শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম মো. আরমান। সে ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বাড়ির পাশে পুকুরপাড়ে খেলার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় আরমান। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, সকালে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। সুরতহাল রিপোর্টে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।