বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক ইলিশের ওজন ৩ কেজি, বিক্রি ৪৩০০ টাকায়

  •    
  • ২৫ সেপ্টেম্বর, ২০২১ ১৩:২১

নান্নু চেয়ারম্যানের আড়তে মাছটি নিলামে ওঠে। ডাকের শুরু থেকেই ব্যবসায়ী আলামিন মাছটি পেতে মরিয়া ছিলেন। শেষমেষ বড় ইলিশটি পেতে তাকে গুনতে হয়েছে প্রায় সাড়ে চার হাজার টাকা।

নাম তার করিম মাঝি। শুক্রবার রাতে মেঘনায় গিয়েছিলেন ইলিশ ধরতে। এর মধ্যেই হঠাৎ নামে বৃষ্টি। ভেবেছিলেন এবার আর মাছ পাবেন না, হয়েছিলও তাই।

সব মিলে ছোট-মাঝারি আকারের ১৭টি ইলিশ ওঠে তার জালে। তবে একটি বড় ইলিশ পাল্টে দেয় সব হিসাব।

প্রায় তিন কেজি ওজনের ইলিশটি ৪ হাজার ৩০০ টাকায় বিক্রি করেছেন তিনি।

ঘটনাটি ভোলার ধনিয়া তুলাতুলি মৎস্য ঘাটের। শনিবার সকালে ২ কেজি ৯০০ গ্রাম ওজনের মাছটি দেখতে ভিড় করেন অনেকে।

◙ আরও খবর জানতে NewsBangla24.com গ্রুপে জয়েন করুন।

নান্নু চেয়ারম্যানের আড়তে মাছটি নিলামে ওঠে। ডাকের শুরু থেকেই ব্যবসায়ী আলামিন মাছটি পেতে মরিয়া ছিলেন। শেষমেষ বড় ইলিশটি পেতে তাকে গুনতে হয়েছে প্রায় সাড়ে চার হাজার টাকা।

করিম মাঝি বলেন, ‘গতকাল রাতে মেঘনা নদীতে জাল ফেলার পরপরই বৃষ্টি নামে। জাল তোলার সময় ছোট ও মাঝারি আকারে ১৭টি ইলিশের সাথে বড় ইলিশ ধরা পড়ে। বাকি মাছগুলো বিক্রি করেছি ৯ হাজার টাকায়।’তুলাতুলি ঘাটে মাছ কিনতে আসা সাধারণ ক্রেতা ইমতিয়াজুর রহমান বলেন, ‘মৌসুমে এই প্রথম এত বড় ইলিশ দেখলাম। এ বছর এর আগে এত বড় মাছ দেখা হয়নি। বড় বিধায় দামটাও চড়া।‘ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন জানান, এখন ইলিশের মৌসুম চলছে। কিছুদিনের মধ্যেই এরা ডিম ছাড়বে। তাই সাগর থেকে ঝাঁকে ঝাঁকে বড় আকারের ইলিশ নদীতে আসতে শুরু করেছে। এই বড় ইলিশ তারই প্রমাণ। এখন জেলদের জালে প্রচুর ইলিশ ধরা পড়েছে।

বছর দুইয়েক আগে মনপুরায় প্রায় চার কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়ার কথাও জানান এই মৎস্য কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর