নির্ধারিত সময় অনুযায়ী চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিল্পকলা একাডেমিতে শনিবার বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধীকে নিয়ে ডিজিটাল প্রদর্শনীতে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, সব ঠিক থাকলে চলতি বছরের মধ্য নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা হবে।
প্রাক-প্রাথমিকের শিশুদের স্কুলে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে আরও তিন সপ্তাহ পর সিদ্ধান্ত নেয়া হবে।
শিল্পকলা একাডেমিতে শনিবার ডিজিটাল প্রদর্শনীতে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: পিয়াস বিশ্বাস/নিউজবাংলা
শিক্ষার্থীদের করোনা সংক্রমণ নিয়ে দীপু মনি বলেন, ‘মাধ্যমিকে-উচ্চ মাধ্যমিকে সারা দেশে কিছু সমস্যার রিপোর্ট পেয়েছি। তবে যেখানেই করোনার সংক্রমণের তথ্য আসছে আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি।’
তিনি বলেন, ‘আমরা আমাদের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে যেখানে সমস্যা হয়েছে, বিশেষ করে মানিকগঞ্জের একটি স্কুলের শিক্ষার্থী মারা গেছেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।
‘আমরা সেই কেসটি নিয়ে সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি। সেই শিক্ষার্থী মাত্র একবার ১৫ তারিখে স্কুলে এসেছিল। তার ছয়-সাত দিন পর তার আক্রান্তের খবর পাওয়া যায় এবং সে মৃত্যুবরণ করে।’
দীপু মনি বলেন, ‘আমাকে অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছে, এই স্কুলে এতজন আক্রান্ত, ওই স্কুলে এতজন অসুস্থ। আমি খোঁজ নিচ্ছি, অনুসন্ধান করছি, কিন্তু এমন কিছুই পাচ্ছি না।
‘তবে আমরা সজাগ দৃষ্টি রাখছি। কোনো অভিযোগ পাওয়ামাত্র আমরা সঙ্গে সঙ্গে পর্যবেক্ষণ করছি ও প্রয়োজনে ব্যবস্থা নিচ্ছি।’