ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার ভোরে চার বছরের নাজনীন আক্তারের মৃত্যু হয়।
মেয়েটির বাড়ি উপজেলার মাধবপুর গ্রামে।
শিশুটির দাদা মালেক শেখ জানান, মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল নাজনীন। রাত ১টার দিকে সাপ তার আঙ্গুলে কামড় দেয়। তার চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে আসে।
তারা শিশুটিকে প্রথমে ওঝার কাছে নিয়ে যায়। সাপের কামড় বুঝতে পেরে ওঝা হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাজনীনকে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শান্তা বলেন, ‘শিশুটিকে যখন হাসপাতালে আনা হয় তখন আমি দায়িত্বে ছিলাম না। তবে শুনেছি হাসপাতালে আনার পরই শিশুটি মারা গেছে।’
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, শিশু মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।