দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, ভোর বেলা আব্দুর রশিদ মেঘনা নদীতে মাছ শিকারের জন্য বের হন। খালপাড় নামক এলাকায় পৌঁছালে রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুৎ এর মূল লাইনের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতায়িত হন তিনি।
ভোলার দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জেলের মৃত্যু হয়েছে।
নিহতের নাম আব্দুর রশিদ। তার বয়স হয়েছিল আশি বছর।
উপজেলার সৈয়দপুর ইউনিয়নের খালপাড় এলাকায় শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, ভোর বেলা আব্দুর রশিদ মেঘনা নদীতে মাছ শিকারের জন্য বের হন। খালপাড় নামক এলাকায় পৌঁছলে রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুৎতের মূল লাইনের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতায়িত হন তিনি।
ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের ওই কর্মকর্তা (ওসি)।