নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ময়না বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার বাবা জিন্নাত আলী।
সদর উপজেলার মাসদাইর তালা ফ্যাক্টরি এলাকায় শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়না ও তার বাবা ফ্যাক্টরি এলাকায় থাকতেন।
পুলিশ জানায়, বাসা পরিবর্তন করার জন্য জিন্নাত ও মেয়ে ময়না বিকেলে ঘর থেকে বের হয়ে প্রধান সড়কের দিকে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় নির্মাণাধীন একটি বাড়ির দেয়াল তাদের ওপর ধসে পড়ে।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত অবস্থায় তার বাবাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক তারিকুল ইসলাম নিউজবাংলাকে জানান, ঘটনার তদন্ত করছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি।