খুলনার ডুমুরিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক খাদে পড়ে অটোরিকশায় থাকা পাঁচজনই নিহত হয়েছেন।
উপজেলার পূর্ব ঝিলেরডাঙ্গা এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।
নিহতরা হলেন উপজেলার শরাফপুর গ্রামের অটোরিকশাচালক ইলিয়াস সরদার, একই গ্রামের মো. বাবু ও তার স্ত্রী শিউলী, রুদাঘরা গ্রামের রেশমা খাতুন এবং গজেন্দ্রপুর গ্রামের রিজাউল গাজীর মেয়ে শারমিন।
ওসি ওবায়দুর জানান, শরাফপুর গ্রাম থেকে একটি বালুবোঝাই ট্রাক এবং একটি অটোরিকশা খুলনার দিকে যাচ্ছিল। ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে এর বাম্পারে আটকে যায় অটোরিকশাটি।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যানই খাদে পড়ে যায়। ঘটনার পর পর রেশমা নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। অটোরিকশার ওপর ট্রাকটি পড়ায় এটি খাদের পানিতে ডুবে যায়। এর কারণে সিএনজি থেকে কেউ বের হতে পারেনি।
ওসি আরও জানান, ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ৪ ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার দিকে আরও তিন জনের মরদেহ উদ্ধার করে।
খর্ণিয়া থানার ওসি মেহেদী হাসান জানান, রাত ১০টার দিকে অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ সময় শারমিন নামের আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ট্রাকচালক রাকিব শেখকে আটক করা হয়েছে। তার বাড়ি দিঘলিয়া উপজেলায়। মরদেহগুলো ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মেহেদী।
এদিকে দুর্ঘটনার পর উদ্ধার কাজের জন্য খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রায় ৪ ঘণ্টা বন্ধ ছিল। এ কারণে রাস্তার দুই পাশে আটকে পড়ে কয়েক শ যানবাহন। বিকেল ৫টায় ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ শেষে সড়কটিতে পুনরায় যান চলাচল শুরু হয়।