অবৈধভাবে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফেরার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে শিশুসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহেশপুর উপজেলার শ্যামকুড় বিওপির মুন্ডুমালা গ্রাম থেকে শুক্রবার সকাল ৭টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ১১ জনের মধ্যে ১ জন শিশু, ৪ জন নারী ও ৬ জন পুরুষ। তাদের বাড়ি ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নড়াইল, চট্টগ্রাম, সাতক্ষীরা ও যশোরের বিভিন্ন উপজেলায়।
খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান নিউজবাংলাকে জানান, অবৈধভাবে ভারত যাওয়া কিছু বাংলাদেশি আবার দেশে ফিরছে এমন সংবাদ পেয়ে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাদের আটক করা হয়।
আটক ১১ জনকে মহেশপুর থানায় হস্তান্তর করে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।