শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও তাদের বিভিন্ন সমস্যার সমাধানসহ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম ফেসবুকে একটি গ্রুপ খুলে শিক্ষার্থীদের সমস্যাগুলো শুনছেন ও সমাধানের কথা বলছেন।
'JnU Students welfare office' নামে গ্রুপটিতে এরই মধ্যে ২ হাজার ৭০০’রও বেশি শিক্ষার্থী যুক্ত হয়েছেন। তিনি নিজেই গ্রুপটি পরিচালনা করছেন।
নিউজবাংলার প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আইনুল ইসলাম বলেন, ‘ছাত্রকল্যাণ দপ্তরের সঙ্গে শিক্ষার্থীরা যেন সহজে যোগাযোগ করতে পারে তাই ফেসবুক গ্রুপটি খুলেছি। আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে এমনি আমি অফিসে না থাকলেও যেন যোগাযোগটা সহজ হয়। এ জন্য মোবাইল নম্বরও দিয়ে দিয়েছি।
‘শুধু তাদের সমস্যা নয়, সমাধানটাও তারা আমাকে জানাবে। কারণ, তাদের সমস্যার সমাধান তারাই ভালো বলতে পারবে। প্রশাসনের পক্ষ থেকে আমি তো সব সমস্যা জানতে পারব না। শিক্ষার্থীদের সমস্যা জানতে ও সমাধান করতেই এ উদ্যোগ নিয়েছি।’
নিউজবাংলাকে তিনি আরও বলেন, ‘এরই মধ্যে অনেক শিক্ষার্থী মেস সংকট নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছে ও সমস্যার কথাও জানিয়েছে। আমি তাদের প্রত্যেককে বলেছি, সমাধানে আমি কী করতে পারি’। আবার কিছু শিক্ষার্থী আর্থিক সমস্যার কারণে আবেদন করেছিল, তাদের সুপারিশ করেছি। সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করা হবে।’
ছাত্রকল্যাণ পরিচালকের এ উদ্যোগে খুশি শিক্ষার্থীরাও। ছাত্রকল্যাণ দপ্তরের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি যোগাযোগের ব্যবস্থা ভালো কিছু বয়ে আনবে বলে আশাবাদ করছেন তারা।
সামাজিক বিজ্ঞান অনুষদের স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থী মেহেদী হাসান নিউজবাংলাকে জানান, আগে কোনো সমস্যা মিয়ে ছাত্রকল্যাণ দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হতো, অনেক সময় কর্তৃপক্ষকে অফিসে পাওয়া যেত না। এখন যোগাযোগ করাটা সহজ হবে। নি:সন্দেহে এটি ভালো উদ্যোগ।
আইন বিভাগের শিক্ষার্থী মারিয়া আক্তার বলেন, ‘খুব ভালো একটি ব্যবস্থা করা হয়েছে শিক্ষার্থীদের জন্য। এখন সহজেই আমরা যোগাযোগ করতে পারব। সমস্যার কথা জানাতে পারব। হয়রানির শিকার হতে হবে না।’
বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী রায়হান বলেন, উদ্যোগটি শতভাগ বাস্তবায়নের আশা রাখছি। ছাত্রকল্যাণ দপ্তরকে আমাদের কল্যাণে কাজ করার অনুরোধ করছি।
জবির ওয়েবসাইট ব্যতীত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কোনো ফেসবুক পেইজ বা গ্রুপ নেই। তবে জনসংযোগ দপ্তরের একটি ফেসবুক একাউন্ট রয়েছে।
২০১৮ সালের মার্চ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালকের দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. আব্দুল বাকী। তিনি বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ৬ সেপ্টেম্বর ছাত্রকল্যাণের পরিচালক হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে নিয়োগ দেয়া হয়।