সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া এলাকার কুশিয়ারার তীর থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ভারতীয় নাগরিক।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে বিয়ানীবাজার থানায় খবর দেন।
পুলিশ গিয়ে দেখে, মরদেহটি অর্ধগলিত। এর সঙ্গে থাকা মানিব্যাগে ভারতীয় বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড ও একটি ভারতীয় সীম কার্ড পাওয়া গেছে।
এসব দেখে পুলিশ ধারণা করছে, নিহত ব্যক্তি ভারতীয় হিন্দু ধর্মাবলম্বী।
ওসি হিল্লোল রায় জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।