জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘অর্থনীতির চাকা সচল রেখে কীভাবে করোনা মহামারি মোকাবিলা করা যায়, সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। জীবন চলমান, সমস্যা থাকবেই। এর মধ্যেই কাজ করতে হবে।’
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলা মিলনায়তনে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
এর আগে স্পিকার তার নির্বাচনি এলাকা পীরগঞ্জে সাধারণ মানুষের সমস্যা শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
সভায় স্পিকার বলেন, ‘করোনাভাইরাস মহামারি মোকাবিলায় আমরা সক্ষম হয়েছি। এ সময়ে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকারের উন্নয়নমূলক স্থাপনাগুলো আমরা যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙ্গা সভাপতিত্ব করেন।
পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল মিলন, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান মণ্ডল ও নুরুল আমিন রাজা।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী এক দিনের সফরে বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ যান।