মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেলচাপায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলচালক এক তরুণকে আটক করেছে পুলিশ।
উপজেলার খাসেরহাট এলাকার শেখ লুৎফর রহমান সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল।
মৃত শিশুর নাম ওমর ফারক। আট বছরের ওমর উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের কানুরগাঁও গ্রামের জাকির তালুকদারের ছেলে।
আটক তরুণের নাম ইরান বেপারী। তার বাড়ি উপজেলার সিডিখান এলাকায়।
পুলিশ জানায়, শিশু ওমর ফারুক বৃহস্পতিবার বিকেলে পরিবারের লোকজনের সঙ্গে খাসেরহাট এলাকার শেখ লুৎফর রহমান সেতুতে ঘুরতে যায়। এ সময় হঠাৎ ওমরকে পেছন থেকে মোটরসাইকেল দিয়ে চাপা দেন ইরান বেপারী। এরপরই তিনি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ওসি ইসতিয়াক আসফাক রাসেল জানান, খাসেরহাট তদন্তকেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ইরানকে আটক করে।
শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ইরানকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং তার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।