বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারীদের ড্রাইভিং প্রশিক্ষণের বিশেষ উদ্যোগ

  •    
  • ২৩ সেপ্টেম্বর, ২০২১ ২২:০২

দেড় বছরে আটটি কেন্দ্রে ত্রিশজন করে ছয়টি ব্যাচে মোট ১ হাজার ৪৪০ জন নারীকে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদের বাংলা ও ইংরেজি ভাষায় সনদ দেয়া হবে।

দেশের আটটি বিভাগীয় শহরে দেড় হাজার নারীকে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর।

রাজধানীতে মহিলাবিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের সাথে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়।

মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

কর্মকর্তারা জানান, আয়বর্ধক প্রকল্পের মাধ্যমে এ প্রশিক্ষণ হবে। সাতটি বিভাগীয় শহর ও পাবনা জেলায় নারীদের মোটর ড্রাইভিং এবং বেসিক মেইন্টেইন্স বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

আগামী দেড় বছরে আটটি কেন্দ্রে ত্রিশজন করে ছয়টি ব্যাচে মোট ১ হাজার ৪৪০ জনকে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের বাংলা ও ইংরেজি ভাষায় সনদ দেয়া হবে।

এ বিভাগের আরো খবর