ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকায় ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে এক বৃদ্ধের কাছ থেকে এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
নান্দাইল পৌর বাজারের দুধ মহাল এলাকায় বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ব্যক্তি।
ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তির নাম আকরাম হোসেন। তিনি নান্দাইল উপজেলার ভাটি সাভার গ্রামের বাসিন্দা।
নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান বলেন, ‘বিকেল ৩টার দিকে আকরাম হোসেন সোনালী ব্যাংকের নান্দাইল শাখা থেকে ১ লাখ টাকা তুলে বাড়ির পথে রওনা দেন।’
তিনি আরও বলেন, ‘ব্যাংক থেকে কিছুদূর পরেই পৌর বাজারের দুধ মহাল এলাকায় যাওয়ার পথে দুই অজ্ঞাতপরিচয় যুবক আকরামকে জানায় তার পাঞ্জাবিতে ময়লা লেগেছে। আকরাম একটি টিউবওয়েলে পাঞ্জাবির ময়লা পরিষ্কার করতে থাকেন। সে সময় ওই দুই যুবকও তার সঙ্গে ছিল। হঠাৎ তারা আকরামের টাকার ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়।’
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, ‘এসব ছিনতাইকারী বেশির ভাগ সময় বয়স্ক লোকদের টার্গেট করে। এ জন্য টাকা বহনের সময় সজাগ দৃষ্টি রাখতে হয়।’
ওই ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।