খুলনার পাইকগাছার আটিপাড়া বাজারে দুর্বৃত্তের গুলিতে নিহত গ্রাম পুলিশ আব্দুল জলিল হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের দুইজনকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার শহিদুল গোলদার ও পাইকগাছা উপজেলার আনোয়ারুল শেখ।
রায় ঘোষণার সময় তারা পলাতক ছিলেন।
খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নজরুল ইসলাম হাওলাদার বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আহাদুজ্জামান।
মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২১ জানুয়ারি দুপুরে পাইকগাছা উপজেলার কাটিপাড়া বাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।
এ সময় তিন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে বাজারে আসেন। পুলিশ তল্লাশি করতে গেলে তারা গুলি চালান।
এতে পুলিশের সঙ্গে থাকা গ্রাম পুলিশ আব্দুল জলিল ঘটনাস্থলেই মারা যান। এ সময় পুলিশের একটি রাইফেল কেড়ে নিয়ে পালিয়ে যান তারা।
এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) দাউদ শিকদার মামলা করেন।
তিন বছর পর ২০০৭ সালের ৩১ মে আদালতে চারজনের নামে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আহাদুজ্জামান জানান, চারজনের মধ্যে আসামি রাশেদ গোলদার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান। আরেক আসামি আজিজ গোলদারের নাম উচ্চ আদালতের নির্দেশে মামলা থেকে বাদ দেয়া হয়।