বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

একমাত্র সন্তান হারিয়ে পাগলপ্রায় রোদেলার মা-বাবা

  •    
  • ২৩ সেপ্টেম্বর, ২০২১ ১৬:০০

মানিকগঞ্জ এসকে বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ১৩ বছরের সুর্বণা ইসলাম রোদেলার বাড়ি মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায়। করোনা উপসর্গে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর কুর্মিটোলা বিশেষায়িত হাসপাতালে নেয়ার পথে বুধবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

‘আল্লায় আমার এত বড় ক্ষতি কেন করল? আমি এখন কাকে নিয়ে থাকুম। ও মা তুই ফিরে আয়।’

একমাত্র সন্তান রোদেলার মৃত্যুতে এভাবেই বিলাপ করছিলেন তার মা শামসুন্নাহার জোসনা।

মানিকগঞ্জ এসকে বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ১৩ বছরের সুর্বণা ইসলাম রোদেলার বাড়ি মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায়। করোনা উপসর্গে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর কুর্মিটোলা বিশেষায়িত হাসপাতালে নেয়ার পথে বুধবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

রোদেলার নানি হাসিনা আক্তার বলেন, ‘২০০৩ সালে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর সন্তান না হওয়ায় আল্লাহর কাছে কত কান্নাকাটি করছি। কত জায়গায় মানত করছি।

‘অবশেষে ৬ বছর পর আল্লায় একটা নাতিন দিয়েছিল। নাতিনটাকে নিয়ে ওর মায়ের অনেক স্বপ্ন ছিল, কিন্তু অসুখে নাতিনটাও মরে গেল। আমার মেয়ে এখন কেমনে বাঁচব। কাকে নিয়ে থাকবে।’

বাড়ির উঠানে বসেই কাঁদছিলেন বাবা বশিরউদ্দিন মোল্লা। অশ্রুসিক্ত চোখে তিনি বলেন, ‘আমি কাকে মা বলব আর কে আমাকে বাবা বলবে। শুধু মেয়েটার মুখটা দেখার জন্য শত ব্যস্ততার মধ্যেও বাসায় আসতাম। আমার মা আমারে ছেড়ে কেমনে চলে গেল।’

এসকে বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরজু খানম জানান, রোদেলা স্কুলের সেরা শিক্ষার্থী ছিল। জাতীয় পর্যায়ে আইসিটিতে পুরস্কারও পেয়েছে। এ ছাড়া ট্যালেন্টপুলে বৃত্তি, কবিতা, বক্তব্য, রচনা ও সংগীতসহ নানা বিষয়ে অনেক পুরস্কার পেয়েছে।’

গত মঙ্গলবার জ্বরে আক্রান্ত হয় রোদেলা। এরপর বাড়িতেই তার চিকিৎসা চলছিল। জ্বর কমলেও অতিরিক্ত বমি হওয়ায় বুধবার সন্ধ্যায় তাকে সদর উপজেলার মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষায় তার দেহে করোনা উপসর্গ দেখা যাওয়ায় এবং অবস্থা সংকটাপন্ন হওয়ায় কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যেতে বলেন চিকিৎসকরা।

এ বিভাগের আরো খবর