ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে তিন বিভাগের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।
দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আজ ২৩ সেপ্টেম্বর ১০৮ জনের সঙ্গে মতবিনিময় হবে। এর মধ্যে রয়েছেন খুলনা বিভাগের ৩২ জন, রাজশাহীর ৩৫, বরিশালের ২৭ ও জেলা সভাপতি (জাতীয় নির্বাহী কমিটির সদস্য নয়) ১৪ জন।’
প্রিন্স আরও জানান, ২১ সেপ্টেম্বর ঢাকা, ফরিদপুর বিভাগ এবং ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট ও রংপুরের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বৈঠক হয়।
এর আগে গত ১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বর বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহসম্পাদকসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতাদের মতবিনিময় হয়।