টাকা ফেরত ও ই-কমার্স সাইট ই-অরেঞ্জের সঙ্গে জড়িত ওসি সোহেলের বিচারের দাবিতে বিক্ষোভ করছেন গ্রাহকরা।
জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার সকাল ১০টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শুরু করেন গ্রাহকরা। প্রায় দুই শ গ্রাহক এতে অংশ নেন।
মানববন্ধনে গ্রাহকদের দাবিগুলো হলো
. ই-অরেঞ্জ ও ওসি সোহেলের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের টাকা দ্রুত ফিরিয়ে দেয়া।
. ই-অরেঞ্জ, অরেঞ্জ বাংলাদেশের একটি সহযোগী প্রতিষ্ঠান, তাই ভুক্তভোগী গ্রাহকদের আর্থিক ক্ষতির দায় অরেঞ্জ বাংলাদেশকে নেয়া।
. ই-অরেঞ্জ প্রতারণার সঙ্গে জড়িত সরকারি আমলা ও কর্তাব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেয়া।
. এ প্রতারণায় যেসব মামলা হয়েছে সব মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে ট্রাইবুনাল গঠন।
. ই-অরেঞ্জ প্রতারণার মাস্টারমাইন্ড ওসি সোহেলকে অচিরেই দেশে ফিরে আনা। একই সঙ্গে ই-অরেঞ্জ নিয়ে করা তদন্তের প্রতিবেদন দ্রুত প্রকাশ করা।
. এ ঘটনায় মামলায় রিমান্ডে নেয়া আসামিদের কাছ থেকে যেসব গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, সেগুলো সংবাদ সম্মেলন করে জানিয়ে দেয়া।
. ই-ক্যাবকে অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে আইনের আওতায় আনা।
. ই-অরেঞ্জসহ সব ই-কমার্স প্রতিষ্ঠানকে বৈধতা দেয়া বাণিজ্য মন্ত্রণালয়কে ভুক্তভোগী সব গ্রাহকের ক্ষতির দায়ভার নিয়ে দ্রুত সমস্যা সমাধান করা।
. সুষ্ঠু সমাধান না আসা পর্যন্ত আসামিদের জামিন আবেদন নাকোচ করা।